Ajker Patrika

নৌকা না পেয়ে জাসদে যোগ

মিরপুর কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৩: ০৮
নৌকা না পেয়ে জাসদে যোগ

কুষ্টিয়ায় মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) যোগ দিয়েছেন আব্দুল হামিদ। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গত রোববার পদত্যাগপত্র জমা দেওয়ার পর গত মঙ্গলবার জাসদ যোগ দেন তিনি। দল বদলের পরই দিয়েছেন জাসদের মশাল প্রতীকে চেয়ারম্যান পদে ইউপি নির্বাচন করার ঘোষণা।

দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। এতে মালিহাদ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন। এতে অভিমান করে ইউনিয়ন আ.লীগ থেকে পদত্যাগ করেন সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন আবদুল হামিদ। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে আর জড়িত থাকবেন না বলে ঘোষণা দেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এর আগে তিনি দীর্ঘদিন জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৬ সালের ইউপি নির্বাচনে জাসদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয় তাঁকে

এদিকে গত মঙ্গলবার বিকেলে আবদুল হামিদের জাসদে যোগদান উপলক্ষে ইউনিয়নের আবুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী ফুল দিয়ে আবদুল হামিদকে বরণ করে নেন।

এ বিষয়ে আবদুল হামিদ মুঠোফোনে বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে আবার জাসদে ফিরেছি। মশাল প্রতীকে নির্বাচন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত