Ajker Patrika

দ্বন্দ্বের জেরে শেকলবন্দী উদ্ধার করল পুলিশ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২২, ১৪: ১৩
দ্বন্দ্বের জেরে শেকলবন্দী উদ্ধার করল পুলিশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রবাসফেরত তাহের মিয়াকে (৪২) পায়ে শেকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। পৈতৃক সম্পত্তির ভাগ চাওয়ায় ভাইয়েরা তাঁকে শেকল দিয়ে বেঁধে রাখেন বলে জানা যায়।

তাহের মিয়া উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া গ্রামের মৃত রুসমত আলীর ছেলে। গত বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ শেকলবন্দী তাহের মিয়াকে উদ্ধার করে।

তাহের মিয়ার অভিযোগ, মালয়েশিয়া থেকে দশ মাস আগে ছুটিতে দেশে আসেন তিনি। তিনি সেখানকার এক মেয়েকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁদের ঘরে দুটি ছেলে রয়েছে। ছুটিতে এসে দীর্ঘদিন বাংলাদেশে থাকায় তাঁর অর্থ শেষ হয়ে গেছে। মালয়েশিয়া ফিরে যেতে টাকার প্রয়োজন তাঁর। সে জন্য পৈতৃক সম্পত্তির ভাগ বিক্রি করতে চাইলে তাঁর ভাইয়েরা সম্পত্তির ভাগ না দিয়ে বিভিন্ন অজুহাতে হয়রানি করে আসছিলেন। বুধবার এ নিয়ে ভাইদের সঙ্গে বিবাদের একপর্যায়ে তাঁকে শেকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

ছোট ভাই জামান মিয়া জানান, তাঁর ভাইকে আগেই পৈতৃক সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে। সেগুলো বিক্রি করে দিয়ে আবারও ভাগ চেয়ে ঝগড়া-ফ্যাসাদ করছেন তিনি। তাই তাঁকে বেঁধে রাখা হয়েছে।

কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘তাহের মিয়ার অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত