Ajker Patrika

পোস্টার ছেঁড়ার ছবি ভাইরাল

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১১: ২০
পোস্টার ছেঁড়ার ছবি ভাইরাল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় প্রতিপক্ষ প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার প্রচারকালে পোস্টার ছেঁড়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, গত টপাড়া এলাকায় নির্বাচনী কুশল বিনিময় করতে যান ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইসরাত জাহান খান স্মৃতি। তাঁর প্রতিপক্ষ সম্পাদক খান মাসুদের একটি পোস্টার ছিঁড়েন স্মৃতির এক নারী কর্মী। বিষয়টি নিয়ে খান মাসুদের সমর্থকেরা ইসরাত স্মৃতির তীব্র সমালোচনা করছেন।

তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর প্রার্থী ইসরাত জাহান স্মৃতি বলেন, ‘বিষয়টি অপপ্রচার। আসলে আমার এক কর্মী হোঁচট খেয়ে দেয়ালে হাত দিয়েছিল। সেই ছবিটিকেই পোস্টার ছেঁড়ার অভিযোগ তুলে অপপ্রচার করছে। অথচ আমি এই ধরনের মনমানসিকতা লালন করি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত