Ajker Patrika

রিটার্নিং কর্মকর্তার অব্যাহতি চেয়ে আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ০৭
রিটার্নিং কর্মকর্তার অব্যাহতি চেয়ে আবেদন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবের অব্যাহতি দাবি করেছেন দুই সদস্য প্রার্থী। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক আবেদন করেছেন তাঁরা। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছেও অনুলিপি দেন তাঁরা।

গত বুধবার বিকেলে স্মারকলিপি দেন নেজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপির) লক্ষ্মীপুর গ্রামের সদস্য প্রার্থী আবুহেনা মোস্তফা কামাল ও নাচোল সদর ইউপির সংরক্ষিত নারী সদস্য প্রার্থী শ্রীমতি নয়ন তারা।

প্রার্থীরা অভিযোগে উল্লেখ করেছেন, আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নাচোল সদর ও নেজামপুর ইউপি নির্বাচনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর তিনি নেজামপুর ইউপির লক্ষ্মীপুর গ্রামের সদস্য প্রার্থী আবুহেনা মোস্তফা কামালের কাছে ২০ হাজার টাকা উৎকোচ দাবি করেন।

একই অভিযোগ করেছেন নাচোল সদর ইউপির সংরক্ষিত নারী সদস্য প্রার্থী শ্রীমতি নয়ন তারা। তিনি দাবি করেন, তাঁর নির্বাচনী মনোনয়নপত্রে ভুল থাকায় ওই কর্মকর্তা রাত ৮টা পর্যন্ত বসিয়ে রেখে ১০ হাজার টাকা উৎকোচ নেন। বিষয়টি প্রকাশ করলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব ভয়ভীতি দেখান। ফলে নির্বাচনে তিনি প্রার্থীদের ক্ষতি করবে বলেও অভিযোগকারীরা আশঙ্কা প্রকাশ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাচোল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব বলেন, মনোনয়ন ফরম সংশোধনের নামে কোনো টাকা নেওয়া হয়নি।

জানতে চাইলে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকাব আলী দেওয়ান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত