Ajker Patrika

অভিযানে শৃঙ্খলা মহাসড়কে

মোহাম্মদ আসাদুজ্জামান, গাজীপুর 
আপডেট : ২১ জুলাই ২০২২, ১২: ৩১
অভিযানে শৃঙ্খলা মহাসড়কে

গাজীপুর মহানগর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল। অবৈধ যানবাহন বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। এতে সড়কে আগের তুলনায় যানজট কমেছে; ফিরেছে শৃঙ্খলা। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন স্বল্প দূরত্বের যাত্রীরা।

জানা যায়, শিল্পনগরী গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এখানে মিলে টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করেছে। রাজধানীর সঙ্গে গাজীপুরসহ বৃহত্তর ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের ৩০ জেলার মানুষের যোগাযোগের ক্ষেত্রে চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গীর ১২ কিলোমিটার সড়কের গুরুত্ব অনেক। এই সড়ক দিয়ে দেশের ৩৬টি রুটে যানবাহন চলাচল করে। এ কারণে মহাসড়কের ওই অংশকে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রায় এক যুগ ধরে চলছে এর বাস্তবায়নকাজ। ফলে সড়কের এ অংশে চলমান নির্মাণকাজ, অবৈধ অটোরিকশার অবাধ চলাচল এবং অননুমোদিত যানবাহনের কারণে যানজট ছিল নিত্যসঙ্গী। এ ছাড়া গাজীপুর মহানগরীর বিভিন্ন সড়কে তিন চাকার এসব যান চলাচলে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন নগরবাসী। প্রায়ই দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। তবে গত কয়েক দিনের অভিযানে সড়কে শৃঙ্খলা ফিরেছে।

গাজীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার বলেন, মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এর আগে চেষ্টা করেও সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছিল না। তবে গত কয়েক দিনের অভিযানে মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধ করার পর কোনো যানজট নেই। মানুষ স্বস্তি নিয়ে চলাচল করছে। আমরা চাই এ অভিযান অব্যাহত থাকুক। কোনো কারণে যেন বন্ধ হয়ে না যায়।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন জানান, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন কমিশনার মোল্যা নজরুল ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা হচ্ছে, মহাসড়ক অবৈধ যানবাহন চলাচলমুক্ত করা। প্রাথমিকভাবে টঙ্গী ব্রিজ থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। অভিযানে গত ৬ দিনে ১ হাজার ৩৮টি অবৈধ অটোরিকশা জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে প্রবেশ করাসহ বিভিন্ন অপরাধে ১৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সব মিলিয়ে ২৪টি মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, প্রাইভেট কার, বাস, ট্রাক ডাম্পিং করা হয়েছে।

অন্যদিকে গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে মহানগরীর শিববাড়ী-রাজবাড়ী-আমতলী সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। তিন দিনে বিভিন্ন অপরাধে তাকওয়া পরিবহনের আটটি বাস ডাম্পিং, পাঁচটি বাস ও দুটি কাভার্ড ভ্যানকে জরিমানা এবং একটি বাসের চালককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার সরেজমিন ঘুরে দেখা যায়, চান্দনা চৌরাস্তা থেকে ঢাকামুখী মহাসড়কে কোনো যানজট নেই। নেই অটোরিকশা। যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। তবে স্বল্প দূরত্বের যাত্রীরা ব্যাটারিচালিত অটোরিকশার বিকল্প না থাকায় ভোগান্তির শিকার হচ্ছে।

ভোগড়া এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চালক ইসমাইল হোসেন বলেন, ‘গত কয়েক দিন এ সড়কে তেমন যানজট নেই। কোথাও আমাদের যানজটে আটকে থাকতে হয় না। আগে এখান থেকে টঙ্গী যেতে আমাদের ২-৩ ঘণ্টা লেগে যেত। এখন আমরা ৪০-৫০ মিনিটে যেতে পারি।’

বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘প্রশাসনের তৎপরতায় যানজটের ভোগান্তি থেকে মানুষের মুক্তি মিলেছে। সড়ক-মহাসড়কে যানজট নেই। এ জন্য পুলিশ প্রশংসার দাবিদার। তবে স্বল্প দূরত্বের যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা থাকা জরুরি। না হলে স্থানীয় মানুষের ভোগান্তি বাড়বে। এ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের জীবিকার দিকেও নজর দিতে হবে।’

জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘প্রচলিত আইন অনুযায়ী মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং শৃঙ্খলা ফেরাতে সব রকম অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যানজটের স্বস্তিদায়ক পরিস্থিতি যাতে অব্যাহত থাকে, তার ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত