আব্দুর রব, মৌলভীবাজার
মৌলভীবাজারে সামাজিক অনুষ্ঠানে খাদ্যের জোগান দিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল লাইনে দাঁড়াচ্ছেন মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এসব পণ্য কিনছেন দরিদ্রদের সঙ্গে মধ্যবিত্তরাও। আঁতকে ওঠার মতো ঘটনা হলেও এটিই মাঠের চিত্র।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এ অবস্থা। শহরের টিসিবির পণ্য বিক্রি করা স্থানে দেখা যায় মানুষের দীর্ঘ সারি। এ সারিতে শুধু নিম্নবিত্ত নয়, রয়েছে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও।
এসব মানুষের সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক রীতি পালন করতে গিয়ে দিশেহারা অবস্থা তাঁদের। বাধ্য হয়ে টিসিবির ট্রাকমুখী হচ্ছেন জানান দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা মানুষেরা।
পরিচয় গোপন রাখার শর্তে কথা হয় মধ্যবিত্ত এক ব্যক্তির সঙ্গে। তাঁর ছোট একটি ওষুধের দোকান রয়েছে। এসেছেন টিসিবির পণ্য কিনতে। সঙ্গে পরিবারের আরও দুই সদস্য রয়েছেন।
তিনি বলেন, ‘সামনে মেয়ের বিয়ে। অনুষ্ঠানের জন্য অনেক টাকা লাগবে। নিত্যপণ্যের দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছি। এমন অবস্থায় অতিথি আপ্যায়নের খরচ বহন করা বেশ কষ্টকর। তাই যেখানেই টিসিবির পণ্য বিক্রি হয়, সেখান থেকে কম টাকায় পণ্য কিনি।’
অসহায় এ বাবা আরও বলেন, ‘এভাবে কিনে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করব। টাকা সাশ্রয় হবে। অনেকের পারিবারিক অনুষ্ঠানে গিয়েছি, এখন তাঁদের নিমন্ত্রণ দিতে হবে। এখন অভাবে আছি বলে নিমন্ত্রণ বাদ দেওয়া যাবে না।’
আরেক ক্রেতা বলেন, তিনি বাবাকে হারিয়েছেন। পরিবারের কয়েকজন সদস্য নিয়ে এসেছেন কম টাকায় শ্রাদ্ধের জন্য টিসিবির পণ্য কিনতে। তিনি বলেন, ‘তেল পাঁচ লিটার দেওয়া হবে, কিন্তু এখানে এসে পেয়েছি দুই লিটার। এরপরও খুশি কম দামে নিতে পেরে। এরকম অভাব আগে ছিল না। করোনাকালে অভাব আঁকড়ে ধরেছে আমাদের।’
এদিকে তেল, চিনি, ডালসহ নিত্যপণ্যের অপরিকল্পিত প্যাকেজ হওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে সাধারণ জনগণ ন্যায্যমূল্যে টিসিবির পণ্য কিনতে এলেও হিমশিম খেতে হচ্ছে।
মৌলভীবাজার কোর্ট রোডে দেখা যায় টিসিবির ট্রাকসেলে ১০ কেজি পেঁয়াজ, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার তেল ৭৬০ টাকা প্যাকেজে পণ্যে কিনতে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, একসঙ্গে এত পেঁয়াজ তাঁরা চান না। এ পণ্যেও অসামঞ্জস্যতা।
ক্রেতা রহমান মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ। ৫০০ টাকা নিয়ে এসেছিলাম। এখন দেখি প্যাকেজ ৭৬০ টাকা। এত টাকার প্যাকেজ কীভাবে নেব? টাকায় হবে না। তাই ফিরে যাচ্ছি।’
শহরের রুনু ব্রহ্ম বলেন, ‘আমরা তিনজনের সংসারে ১০ কেজি পেঁয়াজ নিলে নষ্ট হবে। পচনশীল পণ্য কম হলে ভালো হতো।’
অসামঞ্জস্যপূর্ণ প্যাকেজের ব্যাপারে ডিলার মেসার্স অলিম্পিক এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয়; টিসিবির পণ্য বিক্রিতে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। এ নিয়মের মধ্যেই বিক্রি করতে হয় তাঁদের। তাঁদের লক্ষ্য থাকে পণ্যভেদে ১৫০ থেকে ২০০ মানুষের মধ্যে তা বিক্রি করতে।
টিসিবির তথ্য অনুযায়ী, ট্রাক থেকে ক্রেতারা পেঁয়াজ ৩০ টাকা প্রতি কেজি, চিনি ৫৫ ও মসুর ডাল টাকা প্রতি কেজি ৬৫ এবং তেল প্রতি লিটার ১১০ টাকা মূল্যে কিনতে পারছেন।
সুশাসনের জন্য নাগরিকের মৌলভীবাজার (সুজন) সাধারণ সম্পাদক জহর লাল দত্ত বলেন, ‘মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো মিল নেই। এমন অবস্থায় হিমশিম খেতে খেতে মানুষ হাহাকারের দিকে যাচ্ছে। বর্তমান মন্ত্রী-সাংসদেরা হচ্ছেন ব্যবসায়ীরা। বহুজাতিক কোম্পানির সঙ্গে তাঁদের সখ্য রয়েছে। ফলে জনগণের কষ্ট তাঁরা কীভাবে বুঝবে?’
মৌলভীবাজারে সামাজিক অনুষ্ঠানে খাদ্যের জোগান দিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল লাইনে দাঁড়াচ্ছেন মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এসব পণ্য কিনছেন দরিদ্রদের সঙ্গে মধ্যবিত্তরাও। আঁতকে ওঠার মতো ঘটনা হলেও এটিই মাঠের চিত্র।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এ অবস্থা। শহরের টিসিবির পণ্য বিক্রি করা স্থানে দেখা যায় মানুষের দীর্ঘ সারি। এ সারিতে শুধু নিম্নবিত্ত নয়, রয়েছে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তরাও।
এসব মানুষের সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক রীতি পালন করতে গিয়ে দিশেহারা অবস্থা তাঁদের। বাধ্য হয়ে টিসিবির ট্রাকমুখী হচ্ছেন জানান দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা মানুষেরা।
পরিচয় গোপন রাখার শর্তে কথা হয় মধ্যবিত্ত এক ব্যক্তির সঙ্গে। তাঁর ছোট একটি ওষুধের দোকান রয়েছে। এসেছেন টিসিবির পণ্য কিনতে। সঙ্গে পরিবারের আরও দুই সদস্য রয়েছেন।
তিনি বলেন, ‘সামনে মেয়ের বিয়ে। অনুষ্ঠানের জন্য অনেক টাকা লাগবে। নিত্যপণ্যের দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছি। এমন অবস্থায় অতিথি আপ্যায়নের খরচ বহন করা বেশ কষ্টকর। তাই যেখানেই টিসিবির পণ্য বিক্রি হয়, সেখান থেকে কম টাকায় পণ্য কিনি।’
অসহায় এ বাবা আরও বলেন, ‘এভাবে কিনে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করব। টাকা সাশ্রয় হবে। অনেকের পারিবারিক অনুষ্ঠানে গিয়েছি, এখন তাঁদের নিমন্ত্রণ দিতে হবে। এখন অভাবে আছি বলে নিমন্ত্রণ বাদ দেওয়া যাবে না।’
আরেক ক্রেতা বলেন, তিনি বাবাকে হারিয়েছেন। পরিবারের কয়েকজন সদস্য নিয়ে এসেছেন কম টাকায় শ্রাদ্ধের জন্য টিসিবির পণ্য কিনতে। তিনি বলেন, ‘তেল পাঁচ লিটার দেওয়া হবে, কিন্তু এখানে এসে পেয়েছি দুই লিটার। এরপরও খুশি কম দামে নিতে পেরে। এরকম অভাব আগে ছিল না। করোনাকালে অভাব আঁকড়ে ধরেছে আমাদের।’
এদিকে তেল, চিনি, ডালসহ নিত্যপণ্যের অপরিকল্পিত প্যাকেজ হওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে সাধারণ জনগণ ন্যায্যমূল্যে টিসিবির পণ্য কিনতে এলেও হিমশিম খেতে হচ্ছে।
মৌলভীবাজার কোর্ট রোডে দেখা যায় টিসিবির ট্রাকসেলে ১০ কেজি পেঁয়াজ, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার তেল ৭৬০ টাকা প্যাকেজে পণ্যে কিনতে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, একসঙ্গে এত পেঁয়াজ তাঁরা চান না। এ পণ্যেও অসামঞ্জস্যতা।
ক্রেতা রহমান মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ। ৫০০ টাকা নিয়ে এসেছিলাম। এখন দেখি প্যাকেজ ৭৬০ টাকা। এত টাকার প্যাকেজ কীভাবে নেব? টাকায় হবে না। তাই ফিরে যাচ্ছি।’
শহরের রুনু ব্রহ্ম বলেন, ‘আমরা তিনজনের সংসারে ১০ কেজি পেঁয়াজ নিলে নষ্ট হবে। পচনশীল পণ্য কম হলে ভালো হতো।’
অসামঞ্জস্যপূর্ণ প্যাকেজের ব্যাপারে ডিলার মেসার্স অলিম্পিক এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয়; টিসিবির পণ্য বিক্রিতে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। এ নিয়মের মধ্যেই বিক্রি করতে হয় তাঁদের। তাঁদের লক্ষ্য থাকে পণ্যভেদে ১৫০ থেকে ২০০ মানুষের মধ্যে তা বিক্রি করতে।
টিসিবির তথ্য অনুযায়ী, ট্রাক থেকে ক্রেতারা পেঁয়াজ ৩০ টাকা প্রতি কেজি, চিনি ৫৫ ও মসুর ডাল টাকা প্রতি কেজি ৬৫ এবং তেল প্রতি লিটার ১১০ টাকা মূল্যে কিনতে পারছেন।
সুশাসনের জন্য নাগরিকের মৌলভীবাজার (সুজন) সাধারণ সম্পাদক জহর লাল দত্ত বলেন, ‘মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনো মিল নেই। এমন অবস্থায় হিমশিম খেতে খেতে মানুষ হাহাকারের দিকে যাচ্ছে। বর্তমান মন্ত্রী-সাংসদেরা হচ্ছেন ব্যবসায়ীরা। বহুজাতিক কোম্পানির সঙ্গে তাঁদের সখ্য রয়েছে। ফলে জনগণের কষ্ট তাঁরা কীভাবে বুঝবে?’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫