Ajker Patrika

ঘরে ঘরে নবান্ন উৎসব

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২: ৪৩
ঘরে ঘরে নবান্ন উৎসব

পঞ্চগড়ের বোদা উপজেলায় শুরু হয়েছে নবান্ন উৎসব। খেতের ধান কাটা-মাড়াইের কাজ শেষের দিকে। চলছে অতিথি আপ্যায়ন। এর পাশাপাশি হাটবাজারেও পড়েছে পিঠা বিক্রির ধুম।

নতুন ধান ঘরে আসায় কৃষক কৃষাণীদের ঘরে আনন্দের বন্যা বইছে। গ্রামের বাড়িগুলোতে ভোরে ধান ভাঙার শব্দে অনেকের ঘুম ভেঙে যাচ্ছে।

এ অঞ্চলে অধিকাংশ বাসা বাড়িতে চলছে পিঠা, পায়েসসহ নানান খাবারের আয়োজন। বছরের কোনো মাসে মেহমান ডাকা ডাকি না হলেও অগ্রহায়ণ মাস পড়লেই শুরু হয় অতিথি আপ্যায়ন। এ সময় জামাই-মেয়েদের ডেকে এনে খাওয়ানো হয়।

স্থানীয়রা জানান, এ অঞ্চলের দীর্ঘদিনের রেয়াজ আজও রয়েছে প্রচলিত রয়েছে। শহরের বাসা বাড়িতে নবান্নের আনন্দ তেমন বোঝা না গেলেও গ্রামের বাড়িগুলোতে চলে নবান্নের আনন্দ। তাইতো আত্মীয়-স্বজন, মেয়ে-জামাইকে ভালো খাবার খাইয়ে তাঁদের পরিয়ে দিচ্ছেন নতুন জামা-কাপড়।

বোদা পৌরসভার সাতখামার এলাকায় বাবার বাড়িতে এসেছেন আকলিমা ও তাঁর স্বামী। তাঁরা বলেন, নতুন ধান ঘরে উঠলেই মা-বাবা আমাদের ডেকে আনেন। যে কয়েকদিন এখানে থাকা হয় সেই কয়েকদিন নানান খাবারের আয়োজন করা হয়।

উপজেলার সাকোয়া এলাকার নুরুজ্জামান বলেন, ‘বাসায় মেয়ে জামাই, বেহাই, নাতি-নাতনিরা এসেছেন। তাঁরা থাকায় বাসায় অন্যরকম লাগছে। যেন বাসাটিতে নতুন জাগরণ শুরু হয়েছে। এ সময় সবার ঘরে নতুন ধান উঠে। তাই স্থানীয়ভাবে এই সময়টি মিলনমেলার সময় বলা হয়।’

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক আব্দুর রাজ্জাক রাজু জানান, সাধারণত অগ্রহায়ণ মাসে কৃষকের ঘরে নতুন ধান ওঠে। এ সময় আত্মীয়স্বজনের মিলন মেলা হয়। তাই এটিকে নবান্নের উৎসব বা মিলন মেলার সময় বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত