Ajker Patrika

পঞ্চগড়ে চলছে বুস্টার ডোজ

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২: ২৩
পঞ্চগড়ে চলছে বুস্টার ডোজ

পঞ্চগড়ে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। গত ২৯ নভেম্বর থেকে গতকাল রোববার দুপুর ১টা পর্যন্ত ৭৯৯ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৯ ডিসেম্বর সকালে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধানকে বুস্টার ডোজ দেওয়ার মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়। জেলা সরকারি অডিটোরিয়ামসহ জেলার তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে প্রথম পর্যায়ে ৬০ বছররে ঊর্ধ্বে মানুষের মাঝে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। পরবর্তীতে করোনার সম্মুখসারির যোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক-নার্স, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের পর্যায়ক্রমে বুস্টার ডোজ দেওয়া হবে। জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায় দ্বিতীয় ডোজ গ্রহণের ৬ মাস অতিবাহিত হওয়া ষাটোর্ধ্ব মানুষের মোবাইল ফোনে বুস্টার ডোজ গ্রহণের জন্য বার্তা পাঠানো হচ্ছে। তবে নতুন করে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না শুধু ডোজ গ্রহণের সময় নিবন্ধন ফরমটি সঙ্গে নিয়ে আসতে হবে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ফজলুর রহমান বলেন, গত ২৯ ডিসেম্বর পঞ্চগড়ে বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম চালু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত চলছে টিকা দেওয়ার কার্যক্রম। জেলার ৫ উপজেলার ৫টি কেন্দ্র থেকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। গতকাল দুপুর ১টা পর্যন্ত ৭৯৯ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত