খান রফিক, বরিশাল
বরিশালে টানা কর্মসূচিতে নানা জায়গায় হামলা ও বাধার সম্মুখীন হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। দলটি দাবি করেছে, গত এক সপ্তাহে জেলার বিভিন্ন জায়গায় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। আর এই হামলা ও বাধার নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এদিকে জেলার ১০ উপজেলার মধ্যে গৌরনদী ও আগৈলঝাড়ায় দাঁড়াতেই পারছে না বিএনপি। বিএনপি নেতা-কর্মীদের দাবি, এ দুই উপজেলায় বিরোধী মত প্রকাশেরই সুযোগ নেই।
তবে আওয়ামী লীগ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বিএনপি নিজেদের মধ্যে কোন্দলে হামলার শিকার হচ্ছে। এতে আওয়ামী লীগ জড়িত না।
২৭ আগস্ট বাকেরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভায় হামলার অভিযোগ ওঠে। উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান জানান, গারুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে বিএনপির সভা চলছিল। শহর থেকে ছাত্রলীগ-যুবলীগের একদল নেতা-কর্মী সভাস্থলে হামলা করেন। তাঁরা বিএনপি নেতা-কর্মীদের বেধড়ক মারধর করে সভা পণ্ড করে দেন। এতে ৮-১০ জন নেতা-কর্মী আহত হন।
একই দিন মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে সমাবেশ আহ্বান করা হয়েছিল। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার খান জানান, ওই সভায় বাধা দিতে একই সময়ে স্থানীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগও সভা আহ্বান করলে ১৪৪ ধারা জারি করা হয়।
২৫ আগস্ট মেহেন্দীগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ ছিল। সকালে সমাবেশ স্থলে অবস্থান নেন শ্রমিক লীগের নেতা-কর্মীরা। পৌর বিএনপির সভাপতি জিয়াউদ্দিন সুজন বলেন, সমাবেশস্থলে আসার সময় কৃষক লীগ নেতা বাবুলের নেতৃত্বে বিএনপি পাঁচজনকে পিটিয়ে আহত করে। তবে শ্রমিক লীগ নেতা বাবুল হাওলাদার বলেন, বিএনপি নেতা-কর্মীদের তো মাঠে নামাতেই পারেননি।
এ ছাড়া ২৫ আগস্ট উজিরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে আহত হন কমপক্ষে ১৮ জন। উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান জানান, সমাবেশস্থলে আসার পথে তাঁদের ১৮ জন নেতা-কর্মীর ওপর হামলা হয়েছে। উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, এখানে বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছে।
এর আগে ২৩ আগস্ট হিজলায় বিএনপির সমাবেশ চলাকালে একই স্থানে আওয়ামী লীগ সমাবেশ করলে উত্তেজনা দেখা দেয়।
এদিকে জেলার ১০টি উপজেলার মধ্যে গৌরনদী ও আগৈলঝাড়ায় মাঠে নামতেই পারেনি বিএনপি। গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুর হোসেন মিলন বলেন, গৌরনদীতে রাজনৈতিক কর্মসূচি করার পরিবেশ নেই। বিচ্ছিন্নভাবে অনবরত নীরব নির্যাতন চলছে এ দুই উপজেলায়। বিএনপি দেশব্যাপী উপজেলাগুলোতে কর্মসূচি ডাকার পরপরই গৌরনদী ও আগৈলঝাড়ায় যাঁরা বরিশালে মূল দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাঁদের ওপর হামলা হয়েছে। এখানে বিএনপির মাঠে নেমে রাজনীতি করারই সুযোগ নেই।
উত্তর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন লাল্টু বলেন, গৌরনদী ও আগৈলঝাড়ায় সে অবস্থা ছিল না, এখনো নেই। মহড়া, হামলায় দাঁড়ানোর সুযোগই নেই।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আজকের পত্রিকাকে জানান, টানা কর্মসূচিতে দলের নেতা-কর্মীরা হামলার শিকার হচ্ছেন।
এই সংখ্যা শতাধিক। তিনি বলেন, বিভাগীয় শহর মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদীতে হামলা, ১৪৪ ধারাও জারি করা হয়েছে। এসব হামলার নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। শিরিন বলেন, গৌরনদী ও আগৈলঝাড়ার অবস্থা ভয়ংকর। নেতা-কর্মীরা ঘরে থাকতেই পারছেন না। যেখানে স্বাভাবিক জীবনমান নেই, সেখানে সভা-সমাবেশ করলে পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, এ দুই উপজেলায় বিরোধী মত প্রকাশের সুযোগই নেই। ওই খানে দিনের বেলাও নেতা-কর্মীরা দাঁড়াতে পারেন না।
এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস আজকের পত্রিকাকে জানান, বরিশালের বিভিন্ন উপজেলায় বিএনপির কর্মসূচিতে সম্প্রতি হামলার ঘটনা তাঁর জানা নেই। তিনি তো শোনেননি এমন খবর। তাঁর দলের নেতা-কর্মীরা এসব ঘটনায় জড়িত কি না, তা-ও তিনি জানেন না।
বরিশালে টানা কর্মসূচিতে নানা জায়গায় হামলা ও বাধার সম্মুখীন হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। দলটি দাবি করেছে, গত এক সপ্তাহে জেলার বিভিন্ন জায়গায় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। আর এই হামলা ও বাধার নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এদিকে জেলার ১০ উপজেলার মধ্যে গৌরনদী ও আগৈলঝাড়ায় দাঁড়াতেই পারছে না বিএনপি। বিএনপি নেতা-কর্মীদের দাবি, এ দুই উপজেলায় বিরোধী মত প্রকাশেরই সুযোগ নেই।
তবে আওয়ামী লীগ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বিএনপি নিজেদের মধ্যে কোন্দলে হামলার শিকার হচ্ছে। এতে আওয়ামী লীগ জড়িত না।
২৭ আগস্ট বাকেরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভায় হামলার অভিযোগ ওঠে। উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান জানান, গারুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে বিএনপির সভা চলছিল। শহর থেকে ছাত্রলীগ-যুবলীগের একদল নেতা-কর্মী সভাস্থলে হামলা করেন। তাঁরা বিএনপি নেতা-কর্মীদের বেধড়ক মারধর করে সভা পণ্ড করে দেন। এতে ৮-১০ জন নেতা-কর্মী আহত হন।
একই দিন মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে সমাবেশ আহ্বান করা হয়েছিল। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার খান জানান, ওই সভায় বাধা দিতে একই সময়ে স্থানীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগও সভা আহ্বান করলে ১৪৪ ধারা জারি করা হয়।
২৫ আগস্ট মেহেন্দীগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ ছিল। সকালে সমাবেশ স্থলে অবস্থান নেন শ্রমিক লীগের নেতা-কর্মীরা। পৌর বিএনপির সভাপতি জিয়াউদ্দিন সুজন বলেন, সমাবেশস্থলে আসার সময় কৃষক লীগ নেতা বাবুলের নেতৃত্বে বিএনপি পাঁচজনকে পিটিয়ে আহত করে। তবে শ্রমিক লীগ নেতা বাবুল হাওলাদার বলেন, বিএনপি নেতা-কর্মীদের তো মাঠে নামাতেই পারেননি।
এ ছাড়া ২৫ আগস্ট উজিরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে আহত হন কমপক্ষে ১৮ জন। উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান জানান, সমাবেশস্থলে আসার পথে তাঁদের ১৮ জন নেতা-কর্মীর ওপর হামলা হয়েছে। উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, এখানে বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছে।
এর আগে ২৩ আগস্ট হিজলায় বিএনপির সমাবেশ চলাকালে একই স্থানে আওয়ামী লীগ সমাবেশ করলে উত্তেজনা দেখা দেয়।
এদিকে জেলার ১০টি উপজেলার মধ্যে গৌরনদী ও আগৈলঝাড়ায় মাঠে নামতেই পারেনি বিএনপি। গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মঞ্জুর হোসেন মিলন বলেন, গৌরনদীতে রাজনৈতিক কর্মসূচি করার পরিবেশ নেই। বিচ্ছিন্নভাবে অনবরত নীরব নির্যাতন চলছে এ দুই উপজেলায়। বিএনপি দেশব্যাপী উপজেলাগুলোতে কর্মসূচি ডাকার পরপরই গৌরনদী ও আগৈলঝাড়ায় যাঁরা বরিশালে মূল দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন, তাঁদের ওপর হামলা হয়েছে। এখানে বিএনপির মাঠে নেমে রাজনীতি করারই সুযোগ নেই।
উত্তর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন লাল্টু বলেন, গৌরনদী ও আগৈলঝাড়ায় সে অবস্থা ছিল না, এখনো নেই। মহড়া, হামলায় দাঁড়ানোর সুযোগই নেই।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আজকের পত্রিকাকে জানান, টানা কর্মসূচিতে দলের নেতা-কর্মীরা হামলার শিকার হচ্ছেন।
এই সংখ্যা শতাধিক। তিনি বলেন, বিভাগীয় শহর মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদীতে হামলা, ১৪৪ ধারাও জারি করা হয়েছে। এসব হামলার নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ। শিরিন বলেন, গৌরনদী ও আগৈলঝাড়ার অবস্থা ভয়ংকর। নেতা-কর্মীরা ঘরে থাকতেই পারছেন না। যেখানে স্বাভাবিক জীবনমান নেই, সেখানে সভা-সমাবেশ করলে পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, এ দুই উপজেলায় বিরোধী মত প্রকাশের সুযোগই নেই। ওই খানে দিনের বেলাও নেতা-কর্মীরা দাঁড়াতে পারেন না।
এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস আজকের পত্রিকাকে জানান, বরিশালের বিভিন্ন উপজেলায় বিএনপির কর্মসূচিতে সম্প্রতি হামলার ঘটনা তাঁর জানা নেই। তিনি তো শোনেননি এমন খবর। তাঁর দলের নেতা-কর্মীরা এসব ঘটনায় জড়িত কি না, তা-ও তিনি জানেন না।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪