Ajker Patrika

হাজীগঞ্জে আন্তধর্মীয় সংলাপে অশুভ শক্তি রুখে দেওয়ার আহ্বান

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৪: ৩৩
হাজীগঞ্জে আন্তধর্মীয়  সংলাপে অশুভ শক্তি  রুখে দেওয়ার আহ্বান

চাঁদপুরের হাজীগঞ্জে গত ১৩ অক্টোবর মন্দিরে হামলা ও মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘অশুভ শক্তি সংঘবদ্ধ। আমরা সংঘবদ্ধ নই। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাঁদের রুখে দিতে হবে।’

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ ছাড়া বক্তব্যে রাখেন সাংসদ ও সাবেক পর্যটনমন্ত্রী একেএম শাহাজান কামাল, সাংসদ মনোরঞ্জন শীল গোপাল ও রুবিনা আক্তার মিরা। উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. মমিন হাসান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন ভৃঁইয়া, সাধারণ সম্পাদক আবু

নঈম দুলাল, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন ও পৌর মেয়র মাহবুব-উল আলম লিপন প্রমুখ।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। যেখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ আছে। অথচ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে ধর্মের অপব্যবহার করছে বিএনপি-জামায়াত। ধর্মের নামে মন্দিরে হামলা ভাঙচুর করছে তাঁরা। এই অশুভ শক্তি সংঘবদ্ধ। আমরা সংঘবদ্ধ নই। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাঁদের রুখে দিতে হবে।’

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে। যে কারণে তাঁরা ধর্মকে ব্যবহার করে সু-কৌশলে অল্প বয়সের ছেলেদের লেলিয়ে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। কিন্তু তাঁদের এ প্রচেষ্টা কোনোভাবে সফল হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত