Ajker Patrika

নিজের গানে নোরার নাচ

নিজের গানে নোরার নাচ

বলিউডের আইটেম গানের নাম শুনলেই সবার আগে চলে আসে নোরা ফাতেহির নাম। সিনেমায় আইটেম গানের প্রয়োজনে পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ তিনি। সিনেমার বাইরে গুরু রণধাওয়া, হার্ডি সান্ধু, রাফতারের মতো গায়কদের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নোরা। ভারতের বাইরেও আন্তর্জাতিক শিল্পীদের গানে নাচতে দেখা গেছে তাঁকে। এবার নিজের গাওয়া প্রথম গানের ভিডিও নিয়ে এসেছেন নোরা ফাতেহি। গত শুক্রবার নোরার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘সেক্সি ইন মাই ড্রেস’ শিরোনামের গানটি।

গায়িকা পরিচয়টা নতুন নয় নোরার। ২০২২ সালের ফিফা বিশ্বকাপের থিম সংয়ে গলা মিলিয়েছেন তিনি। তবে এবারই প্রথম একক গান গাইলেন এই মরোক্কান সুন্দরী। ‘সেক্সি ইন মাই ড্রেস’ গানটি প্রযোজনাও করেছেন নোরা ফাতেহি। আন্তর্জাতিক মানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মরোক্কান পরিচালক আবদেরাফিয়ার এল আবদিউই। কোরিওগ্রাফি করেছেন ভারতের রাজিত দেব।

নিজের প্রথম গান নিয়ে নোরা বলেন, ‘এই প্রথম কোনো একক গান প্রকাশ হলো আমার। আমি এবং আমার সহশিল্পীরা নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। নৃত্যশিল্পীরা খুব ভালো কাজ করেছেন। নানা বাধা টপকে শেষ পর্যন্ত কাজটি করতে পেরে খুব ভালো লাগছে।

শুধু গান নয়, অভিনয় নিয়েও সিরিয়াস হচ্ছেন নোরা। শোনা যাচ্ছে, শিগগিরই নায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। সম্প্রতি অভিনয় নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নোরা জানান, তিনি অভিনয় করতে চান ভারতের একসময়ের জনপ্রিয় আইটেম গার্ল হেলেনের বায়োপিকের মুখ্য চরিত্রে। ইতিমধ্যে হেলেনের একাধিক গানের রিমেকে নেচে নজর কেড়েছেন নোরা।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত