Ajker Patrika

আশ্রয়ণ প্রকল্পে নতুন ঘর পাবে ৫০ পরিবার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১২: ৩৪
আশ্রয়ণ প্রকল্পে নতুন ঘর পাবে ৫০ পরিবার

জগন্নাথপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ১১০টি ঘরের নির্মাণকাজ শেষে উপকারভোগীদের চাবি হস্তান্তর করা হয়েছে। এবার আরও ৫০টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২১-২০২২ অর্থ বছরের গৃহ নির্মাণের তৃতীয় পর্যায়ের প্রস্তুতি সভা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ১১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে কলকলিয়া ইউনিয়নের গুঙ্গিরগাঁও ২৫, মোকামপাড়ায় ২৮, পাটলী ইউনিয়নে ১০, আশারকান্দি দয়ালনগরে ১৪ ও পাটকুড়া পাঁচটি।

এদিকে মীরপুর ইউনিয়নের শ্রীরামসিতে ১৮ এবং চিলাউড়া ইউনিয়নে ১০টি ঘর নির্মাণ করা হয়। এর মধ্যে এক লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১০০ ঘর ও ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে আরও ১০টি ঘর নির্মাণ করা হয়। এ ছাড়া তৃতীয় পর্যায়ে ২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে আরও ৫০টি ঘর নির্মাণ করা হবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঞা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত