Ajker Patrika

একই পরিবারের ৪ চেয়ারম্যান প্রার্থী

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ৫০
একই পরিবারের ৪ চেয়ারম্যান প্রার্থী

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন প্রার্থী। এর মধ্যে একই পরিবারের চারজন। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। গত মঙ্গলবার তাঁরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে ৪৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দক্ষিণভাগ দক্ষিণ ইউপিতে একই পরিবারের চারজন রয়েছেন। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, তাঁর ছোট ভাই শরফ উদ্দিন, ছেলে মাসুম আহমদ হাসান ও ভাগনে সাইদুর রহমান।

জানা গেছে, দক্ষিণভাগ ইউপির বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তাঁর নাম দেওয়া হয়নি। তাই স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। পাশাপাশি পরিবারের আরও তিনজনকে প্রার্থী করেছেন। বাছাইয়ে আজির উদ্দিন বাদ পড়লে পরিবারের অন্য তিনজনের একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজির উদ্দিনের ছেলে মাসুম আহমদ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, মনোনয়নপত্র জমা দিলেও প্রত্যাহার করার চিন্তাভাবনা আছে।

উল্লেখ্য, ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত