Ajker Patrika

গ্যারেজ থেকে আগুন পুড়ল ছয় দোকান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৪
গ্যারেজ থেকে আগুন পুড়ল ছয় দোকান

নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় একটি টিনশেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রিকশার গ্যারেজসহ ছয়টি দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন ওই টিনশেড মার্কেটের রিকশার গ্যারেজে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হচ্ছিল। রাত পৌনে তিনটার দিকে আগুন দেখতে পান গ্যারেজের কর্মচারী আশিক হোসেন। তিনি কোনোমতো নিজের জীবন নিয়ে বাইরে বের হয়ে আসে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড মার্কেটে। এতে দুটি ভাঙারির দোকান, দুটি প্লাস্টিকের ওয়ান টাইম গ্লাসের গোডাউনসহ মোট ছয়টি দোকান ভস্মীভূত হয়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত