Ajker Patrika

‘মুখে বিষ ঢেলে স্ত্রীকে হত্যা , দুই সন্তান হাসপাতালে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০৯
‘মুখে বিষ ঢেলে   স্ত্রীকে হত্যা ,   দুই সন্তান হাসপাতালে’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আকলিমা বেগম (৩০) নামের এক গৃহবধূকে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মামুন মিয়ার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত গৃহবধূর দুই শিশুসন্তান আব্দুল্লাহ (৯) ও জান্নাত (৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত আকলিমা উপজেলার ধরখারের প্রবাসফেরত মামুন মিয়ার স্ত্রী ও জেলার নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল মুত্তালিবের মেয়ে। মামুন মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বামী পরিচয় দিয়ে একজন লোক ওই গৃহবধূ ও দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু গৃহ বধূর মৃত্যুর পর তাঁকে আর পাওয়া যায়নি।

নিহত নারীর মা তাহেরা বেগম বলেন, ১১ বছর আগে মামুনের সঙ্গে আকলিমার বিয়ে হয়। মামুন ওমানে থাকতেন এবং মাঝেমধ্যে দেশে আসা-যাওয়া করতেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। ওমানে মামুনের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ সম্পর্ক হয়। এনিয়ে মামুনের সঙ্গে আকলিমার প্রায়ই ঝগড়া হতো। দুই বছর আগে দেশে চলে আসেন মামুন। কিন্তু এরপরও ওই নারীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। এনিয়ে আকলিমার সঙ্গে তাঁর মনোমালিন্য আরও তীব্র হয়। একপর্যায়ে আকলিমা দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতে শুরু করেন।

তাহেরা আরও বলেন, সম্প্রতি মামুন বাড়িতে এক অনুষ্ঠানের কথা বলে আকলিমাকে দুই সন্তানকে নিয়ে বাড়িতে আসতে বলেন। গত বুধবার আকলিমা সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতে যান। আজ সকালে আকলিমার জানতে পারি মেয়ে ও দুই নাতি-নাতনি হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে এসে জানতে পারি মেয়ের মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। নাতি-নাতনিকেও মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করা হয়। তারা এখন হাসপাতালে ভর্তি আছে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, ‘একজন নারীকে বিষ প্রয়োগে মারা গেছেন এবং তাঁর দুই শিশু হাসপাতালে ভর্তি আছে বলে জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। লাশ মর্গে রাখা আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত