Ajker Patrika

পেটে কাঁচি রেখে সেলাই ২১ মাস পর অপসারণ

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১১: ০৫
পেটে কাঁচি রেখে সেলাই  ২১ মাস পর অপসারণ

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মনিরা খাতুন নামের এক তরুণীর অস্ত্রোপচারের সময় চিকিৎসকের ভুলে পেটে থেকে যাওয়া কাঁচি ২১ মাস পর অপসারণ করা হয়েছে। গতকাল শনিবার পুনরায় অস্ত্রোপচার করে কাঁচিটি বের করে আনা হয়। পেটের মধ্যে দীর্ঘদিন কাঁচি থাকায় মনিরার নাড়িতে কিছুটা পচন ধরেছে বলে জানিয়েছেন হাসপাতালটির সার্জারি বিভাগের চিকিৎসক রতন কুমার সাহা।

খোঁজ নিয়ে জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুটিগ্রামের খাইরুল মিয়ার মেয়ে মনিরা খাতুন পেটে টিউমার নিয়ে ২০২০ সালের ৩ মার্চ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ভর্তির সাত দিন পর তাঁর পেটে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। এরপর মনিরা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। অস্ত্রোপচারের কিছুদিন পর মনিরার বিয়ে হয়। বিয়ের পরও তাঁর পেটে ব্যথা ছিল। কিছুদিন পর মনিরা অন্তঃসত্ত্বা হন। কিন্তু গর্ভপাতে পেটের বাচ্চাটি নষ্ট হয়ে গেলে তাঁকে বাবার বাড়ি পাঠিয়ে দেন তাঁর স্বামী। সম্প্রতি মনিরা বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান কৃষক বাবা। সেখানে এক্স-রে করলে মনিরার পেটে সার্জিক্যাল কাঁচি থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর তাঁকে আবারও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এবার মনিরার দ্বিতীয় অস্ত্রোপচার করান হাসপাতালটির সার্জারি বিভাগের চিকিৎসক রতন কুমার সাহা। তিনি বলেন, শনিবার তিন ঘণ্টার চেষ্টায় মনিরা নামের ওই তরুণীর পেট থেকে কাঁচিটি বের করতে সক্ষম হয়েছি। মনিরা অজ্ঞান রয়েছেন। দীর্ঘদিন পেটের মধ্যে কাঁচি থাকায় তাঁর নাড়িতে পচন ধরেছে। ফলে নাড়ির কিছু অংশ কেটে ফেলতে হয়েছে। মনিরা সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছি আমরা।’

জানা গেছে, মনিরার প্রথম অস্ত্রোপচার করেছিলেন সে সময়ে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোল্লা শরফুদ্দিন আহম্মেদ ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. সৌরভ।

পেটে কাঁচি রেখে সেলাই করে দেওয়ার বিষয়ে জানতে চাইল ডা. সৌরভ বলেন, ‘ওই মেয়ের অপারেশনের সময় শুধু আমি কেন অনেক সিনিয়র ডাক্তারও ছিলেন। এটা হয়তো ভুলবশত হতে পারে।’

তিনি আরও বলেন, ‘পেটে কাঁচি থাকার যেটা বলছেন, সেটা কাঁচি নয়। ওটাকে ফরসেপ বলা হয়। ফরসেপ রক্তপাত বন্ধে ব্যবহৃত হয়।’

অভিযুক্ত অপর চিকিৎসক ডা. মোল্লা শরফুদ্দিন আহম্মেদ বলেন, ‘এটা তো অনেক পুরোনো কথা। তাই আমার মনে পড়ছে না। আমার ইউনিটে তো অনেক রোগীই ভর্তি হয়। তা ছাড়া, অনেক ডাক্তারও থাকেন। তাই বিস্তারিত না-জেনে কিছু বলা যাচ্ছে না।’

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, ‘শনিবার দুপুরে মনিরার পেট থেকে কাঁচি বের করার জন্য অস্ত্রোপচার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা কাজ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত