Ajker Patrika

৫ লাশের পরিচয় শনাক্ত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৬
৫ লাশের পরিচয় শনাক্ত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরশহরের বিআইআরএস নামের প্লাস্টিক কারখানায় গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত করেছেন স্বজনেরা। গতকাল বুধবার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে থানা-পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট মহল্লার মৃত আফসার উদ্দিনের ছেলে আব্দুল খালেক শাহ (৫০), কোমল দোগাছি মহল্লার লুৎফর রহমানের ছেলে শিশু শ্রমিক শিহাব (১৩), সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে শাহজাহান আলী (২৮), ছাতনী গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে বেলাল হোসেন তালুকদার (৫৫) ও উপজেলার পাহালোয়ান পাড়া গ্রামের হাসান আলীর ছেলে শিশু শ্রমিক ইমন (১৫)। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

শিহাব ও ইমন নামে দুই শিশু শ্রমিকের মৃত্যুর ঘটনায় শিশুশ্রম আইনে মামলা করা হয়েছে কি না সে বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বলেন, ইউডি মামলার মধ্যেই রয়েছে ওই দুজন।

এদিকে গতকাল দুপুরে সরেজমিন নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের মাতম। নিহত শিশু শ্রমিক শিহাবের চার ভাই বোন। এর মধ্যে শুধু শিহাবই ছিল স্বাভাবিক। অপর ভাই-বোনেরা শারীরিক প্রতিবন্ধী। তাঁদের বাবা লুৎফর রাইস মিলে শ্রমিকের কাজ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত