Ajker Patrika

মদন দিয়ে শুরু নেত্রকোনা আওয়ামী লীগের সন্মেলন

নেত্রকোনা প্রতিনিধি
মদন দিয়ে শুরু নেত্রকোনা আওয়ামী লীগের সন্মেলন

চলতি মাসে নেত্রকোনার ছয় উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলন। এর মধ্যে মদন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আজ মঙ্গলবার। এ ছাড়া জেলার খালিয়াজুরী উপজেলায় ১৯ অক্টোবর, মোহনগঞ্জে ২০ অক্টোবর, বারহাট্টায় ২১ অক্টোবর, দুর্গাপুরে ২৫ অক্টোবর ও কলমাকান্দা উপজেলায় ২৬ অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে দীর্ঘ সাত বছর পর মদন উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শহরের সবগুলো পয়েন্টে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। গোটা এলাকা ছেয়ে গেছে পোস্টার-ব্যানারে।

উপজেলা পাবলিক হলের  মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান। প্রধান বক্তা থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদার, নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য রেবেকা মমিন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক, সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ।

এদিকে সম্মেলনে কাঙ্ক্ষিত দলীয় পদ পেতে এরই মধ্যে প্রার্থীরা নানা তদবির-দৌড়ঝাঁপ শুরু করেছেন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা হলেন—বর্তমান কমিটির সহসভাপতি এ কে এম সাইফুল ইসলাম হান্নান, মদনের পৌর মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক সাইফুল ইসলাম সাইফ, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইফতেখার চৌধুরী আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইফতেখারুল আলম চৌধুরী, সাবেক পৌর মেয়র আ. হান্নান তালুকদার শামীম ও ছাত্রলীগের সাবেক সভাপতি বিমান বৈশ্য।

আ. লীগের নেতারা জানান, কঠিন সময়ে দলের হাল ধরতে পারবেন এই সম্মেলনের মাধ্যমে এমন ত্যাগী ও পরীক্ষিত নেতাদেরই নির্বাচিত করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত