Ajker Patrika

‘উন্নয়নকাজের সময় যেন জনভোগান্তি না হয়’

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬: ০১
‘উন্নয়নকাজের সময় যেন জনভোগান্তি না হয়’

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, উন্নয়নকাজ করার সময় যেন জনভোগান্তি না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। গত বৃহস্পতিবার বিকেলে নগরীর কলেজ রোড এলাকার একটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করতে হবে। একইসঙ্গে নাগরিকদেরও সহনশীল আচরণ করতে হবে। সড়ক নির্মাণ চলাকালীন নির্মাণকাজকে ক্ষতিগ্রস্ত করে এমন কার্যক্রম থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।

মসিক সূত্রে জানায়, নগরীর টাউন হল মোড় থেকে আনন্দমোহন কলেজ গেট পর্যন্ত ৪২৭ মিটার সড়ক আরসিসি ঢালাই করা হবে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬০ লাখ টাকা।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, কাউন্সিলর মো. শরিফুল ইসলাম শরীফ, মো. নিয়াজ মোর্শেদ, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, শাম্মী আক্তার মিতু, মসিকের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, সহকারী প্রকৌশলী মো. আজাহারুল হক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত