Ajker Patrika

মধুতেও ভেজাল

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৬: ৪০
মধুতেও ভেজাল

সুন্দরবনের কোল ঘেঁষা জেলা সাতক্ষীরা। সুন্দরবনের খাঁটি মধুর কদর দেশজুড়ে। সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে সাতক্ষীরায় চাষ করা মধুকে সুন্দর বনের মধু বলে বিক্রয় হচ্ছে।

কয়েকজন ব্যবসায়ী সাতক্ষীরা জেলা শহরে অস্বাস্থ্যকর পরিবেশে প্লাস্টিকের বোতল ও ড্রামে করে চাষ করা মধু সারা দেশে বিক্রি করছে।

সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা গ্রামের আশরাফ আলী জানান, সাতক্ষীরায় এখন সুন্দরবনের খাঁটি মধুর নামে চলছে ভেজাল মধুর রমরমা ব্যবসা। ফেসবুকে পেজ খুলে বুষ্ট করে কিছু ভিডিও ও ছবি আপলোড করে এসব ব্যবসায়ীরা ক্রেতাদের কাছে বিক্রয় করছে ভেজাল মধু। শহরের অলিতে গলিতে অসাধু ব্যবসায়ী চক্র মুনাফার আশায় সুন্দরবন থেকে সংগৃহীত মধুতে মেশিনের মাধ্যমে ভেজাল দিয়ে বাজারে তা উচ্চ দামে বিক্রি করছে। ভেজাল মধু শনাক্ত করার সাধারণত কোনো উপায় না থাকায় ক্রেতাসাধারণ তা কিনে প্রতারিত হচ্ছেন।

সাতক্ষীরার গণমুখী মোড়, খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড়, সংগীতা মোড়, বড় বাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায় মুদিদোকান, কাপড়ের দোকান, ওষুধের দোকান, ফলের দোকান, পান-সিগারেটের দোকান, কবিরাজি দোকান, বেকারি, জুতার দোকান এমনকি সেলুনেও ‘সুন্দরবনের খাঁটি মধু পাওয়া যায়’ লিখে ভেজাল মধু বিক্রি করা হচ্ছে।

সব স্থানে প্রকারভেদে প্রতি কেজি ২৫০,৩৫০, ৫০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা দরে এ মধু বিক্রি করা হচ্ছে। এ মধু কতটা খাঁটি তা নিয়ে নানা প্রশ্ন সচেতন মহলের।

এ বিষয়ে সুন্দরবনের চকবারা এলাকার মৌয়াল আদম আলী জানান, এখনই এ সব বিপথগামী ব্যবসায়ীদের আইনের আওতায় না আনা হয় তাহলে সাতক্ষীরার সুন্দরবনের মধু এক সময় বিক্রয় করা কঠিন হয়ে যাবে। কারণ মানুষ বিশ্বাস হারাবে।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর ইসলাম ইসলাম জানান, মধুর উপকারিতা অপরিসীম। কিন্তু প্রক্রিয়াকরণটা যথাযথ না হলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আর ভেজাল মধুর পুরোটাই অস্বাস্থ্যকর। সাতক্ষীরাতে মাঝে মাঝে আমরা অভিযান চালাই। সুনির্দিষ্টভাবে অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...