টিভি নাটকে অভিনয়ের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন মোশাররফ করিম। ওয়েব কনটেন্টেই বেশি মনোযোগী হয়েছেন ইদানীং। ‘মহানগর’ থেকে ‘দৌড়’—ওয়েবে তাঁর অনেক কাজ তুমুল প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আরেকটি ওয়েব কনটেন্ট নিয়ে হাজির হচ্ছেন তিনি।
তবে এটি সিরিজ নয়, সিনেমা। নাম রাখা হয়েছে ‘দাগ’। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শেষ করেছেন মোশাররফ। বানিয়েছেন সঞ্জয় সমদ্দার। প্রচারিত হবে ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে। মোশাররফ কিংবা সঞ্জয়—দুজনেরই চরকির সঙ্গে এটি প্রথম কাজ। মোশাররফ করিমের সঙ্গে ‘দাগ’-এ আরও অভিনয় করেছেন আয়েশা খান, নিশাত প্রিয়ম, সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার ও সাবেরি আলম।
‘দাগ’-এর গল্প নিয়ে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্প নিয়ে এ সিনেমা। এতে দর্শক আমাকে ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবে।’
নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘এমন গল্প আমাদের দেশে আগে তৈরি হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কে, তা আসলে পুরো গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না। সামাজিক ইস্যুই গল্পের হিরো। দাগ অর্থ দিয়ে আমরা সমাজের বাধাগুলোকে বোঝাতে চেয়েছি। যে বাধাগুলো আমরা এখনো পেরোতে পারিনি।’
দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্প নিয়ে এ সিনেমা।—মোশাররফ করিম
অভিনয়শিল্পীদের সম্পর্কে সঞ্জয় বলেন, ‘মোশাররফ করিমের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য সব সময়ই আনন্দের। সেই সাথে অন্য যাঁরা ছিলেন, সবাই খুব দুর্দান্ত কাজ করেছেন। তবে আয়েশা খানের কথা আলাদাভাবে বলতেই হবে। তিনি আমাকে মুগ্ধ করেছেন।’
সম্প্রতি কলকাতার অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসুর ‘হুব্বা’ সিনেমার শুটিং করে এলেন মোশাররফ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন হুব্বা শ্যামল। নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত এই গ্যাংস্টার হুগলির দাউদ ইব্রাহিম নামেও পরিচিত ছিলেন। হুব্বার ভূমিকায়ই এতে দেখা যাবে মোশাররফকে। এ ছাড়া নিয়ামুল মুক্তার ‘বৈদ্য’ সিনেমায়ও অভিনয় করার কথা আছে তাঁর।
টিভি নাটকে অভিনয়ের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন মোশাররফ করিম। ওয়েব কনটেন্টেই বেশি মনোযোগী হয়েছেন ইদানীং। ‘মহানগর’ থেকে ‘দৌড়’—ওয়েবে তাঁর অনেক কাজ তুমুল প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আরেকটি ওয়েব কনটেন্ট নিয়ে হাজির হচ্ছেন তিনি।
তবে এটি সিরিজ নয়, সিনেমা। নাম রাখা হয়েছে ‘দাগ’। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শেষ করেছেন মোশাররফ। বানিয়েছেন সঞ্জয় সমদ্দার। প্রচারিত হবে ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে। মোশাররফ কিংবা সঞ্জয়—দুজনেরই চরকির সঙ্গে এটি প্রথম কাজ। মোশাররফ করিমের সঙ্গে ‘দাগ’-এ আরও অভিনয় করেছেন আয়েশা খান, নিশাত প্রিয়ম, সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার ও সাবেরি আলম।
‘দাগ’-এর গল্প নিয়ে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্প নিয়ে এ সিনেমা। এতে দর্শক আমাকে ভিন্ন এক চরিত্রে আবিষ্কার করবে।’
নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘এমন গল্প আমাদের দেশে আগে তৈরি হয়নি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কে, তা আসলে পুরো গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না। সামাজিক ইস্যুই গল্পের হিরো। দাগ অর্থ দিয়ে আমরা সমাজের বাধাগুলোকে বোঝাতে চেয়েছি। যে বাধাগুলো আমরা এখনো পেরোতে পারিনি।’
দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি। কিন্তু এখনো এমন কিছু দাগ আছে, যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম কিন্তু মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্প নিয়ে এ সিনেমা।—মোশাররফ করিম
অভিনয়শিল্পীদের সম্পর্কে সঞ্জয় বলেন, ‘মোশাররফ করিমের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য সব সময়ই আনন্দের। সেই সাথে অন্য যাঁরা ছিলেন, সবাই খুব দুর্দান্ত কাজ করেছেন। তবে আয়েশা খানের কথা আলাদাভাবে বলতেই হবে। তিনি আমাকে মুগ্ধ করেছেন।’
সম্প্রতি কলকাতার অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসুর ‘হুব্বা’ সিনেমার শুটিং করে এলেন মোশাররফ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন হুব্বা শ্যামল। নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত এই গ্যাংস্টার হুগলির দাউদ ইব্রাহিম নামেও পরিচিত ছিলেন। হুব্বার ভূমিকায়ই এতে দেখা যাবে মোশাররফকে। এ ছাড়া নিয়ামুল মুক্তার ‘বৈদ্য’ সিনেমায়ও অভিনয় করার কথা আছে তাঁর।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫