Ajker Patrika

সামরিক সরঞ্জাম আরও বাড়াচ্ছে ফিলিপাইন

রয়টার্স, ম্যানিলা
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৯: ৫৫
সামরিক সরঞ্জাম আরও বাড়াচ্ছে ফিলিপাইন

ভারত থেকে ক্ষেপণাস্ত্র সরঞ্জাম কেনার চুক্তি চূড়ান্ত করার পর এবার এস-৭০ আই ব্ল্যাক হক হেলিকপ্টার কেনার দিকে নজর দিয়েছে ফিলিপাইন। পোল্যান্ডভিত্তিক সিকোর্সকি এয়ারক্রাফটের পিজেডএল মিয়েলেক থেকে ৩২টি হেলিকপ্টার কিনবে দেশটি। গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা।

তবে এখনই চূড়ান্ত চুক্তি হয়নি, খসড়া করা হয়েছে। ২০২৩ সালে এর আওতায় প্রথম চালানে ৫টি হেলিকপ্টার পাবে ফিলিপাইন। ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে সব কটি।

এর আগে গত পরশু ভারত থেকে ক্ষেপণাস্ত্র সরঞ্জাম কেনার জন্য সাড়ে ৩৭ কোটি ডলারের একটি চুক্তি চূড়ান্ত করে ফিলিপাইন। উপকূলভিত্তিক জাহাজবিরোধী এসব ক্ষেপণাস্ত্র সরঞ্জামের সরবরাহ শিগগির শুরু হবে। এই চুক্তির অধীন ভারতের সামরিক সরঞ্জাম নির্মাণকারী প্রতিষ্ঠান ‘ব্রাহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড’ যাবতীয় সরঞ্জাম সরবরাহ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত