Ajker Patrika

আবেদন ফি ৭৫০ টাকা থাকছে না দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৮: ৫০
আবেদন ফি ৭৫০ টাকা থাকছে না দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে প্রসেসিং ফি যুক্ত হবে আরও ১০০ টাকা। গতবার যা ছিল ৫৫০ টাকা। এ ছাড়া অন্যবারের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা হচ্ছে না।

গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি কেন্দ্রীয় ভর্তি কমিটির একাধিক সদস্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তবে আবেদন কখন থেকে শুরু হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগের নিয়মেই হবে। অর্থাৎ যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারাই অংশ নিতে পারবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার সিলেবাসও আগের মতো থাকবে।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬-২৫ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে কোনো ইউনিটের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত তা এখনো নির্ধারণ হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত