Ajker Patrika

ইউপি সদস্যের নেতৃত্বে ৫০০ চুরি, অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ৫৭
Thumbnail image

রাজধানীর মিরপুর বেনারসিপল্লিতে একটি দোকানের তালা ভেঙে শাড়ি, লেহেঙ্গাসহ টাকাপয়সা চুরি করে চারজনের চোর চক্র। চক্রের মূল হোতা আজিজুল হক ফকির (৪৭)। তিনি মাদারীপুর সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর নেতৃত্বে চক্রটি একটি সাদা প্রাইভেট কারে ঘুরে ঘুরে বিভিন্ন দোকান ও বাসাবাড়িতে চুরি করত।

গত সোমবার মধ্যরাতে গাড়ি নিয়ে চুরি করে পালানোর সময়ে মিরপুর বিভাগের কাফরুল থানার একটি টহল টিমের হাতে গ্রেপ্তার হন আজিজুল হক ফকির। তবে পালিয়ে যায় তাঁর সহকারীরা। গ্রেপ্তারের সময় চুরির কাজে ব্যবহৃত গাড়ি, তালা, গ্রিল কাটার যন্ত্র, নকল গাড়ির নম্বরপ্লেট, ২ হাজার ৮৪৮ টাকা এবং বেনারসিপল্লি থেকে চুরি করা ১২টি শাড়ি উদ্ধার করা হয়।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এ কে এম হাফিজ আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, আজিজুল হক ফকিরের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে  চক্রটি পাঁচ শতাধিক চুরি করেছে। এই চুরিতে আজিজুল হক ফকিরের নিজের একটি সাদা রঙের গাড়ি ব্যবহৃত হতো। তবে গাড়িটি নিয়ে চুরি করতে বের হওয়ার সময়ে আসল নম্বরপ্লেট পরিবর্তন করে নকল আরেকটি নম্বরপ্লেট লাগানো হতো। এই চক্রের সদস্য চারজন। মূল হোতা গ্রেপ্তার হলেও পালিয়ে গেছে তাঁর সহযোগীরা।

গ্রেপ্তার আজিজুলের বিরুদ্ধে বনানী থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া মাদারীপুরে একটি চুরির মামলার আসামি তিনি। নতুন করে কাফরুল থানায় 
মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত