Ajker Patrika

গজারিয়ার ৭ ইউপিতে নৌকা পেলেন যাঁরা

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ০৬
Thumbnail image

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। গত শনিবার রাতে এসব ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

গজারিয়া সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ, হোসেন্দী ইউপিতে মনিরুল হক মিঠু, টেংগারচর ইউপিতে বোরহান উদ্দিন দেওয়ান, বালুয়াকান্দি ইউপিতে নাজমুল হোসেন, ভবেরচর ইউপিতে মুক্তার হোসেন, ইমামপুর ইউপিতে হাফিজুজ্জামান খান জিতু ও গুয়াগাছিয়া ইউপিতে আবুল কায়ের মোহাম্মদ আলী খোকন।

এ বিষয়ে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ‘নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করতে কাজ করব। দলকে ভালোবাসলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে হবে।’

পঞ্চম ধাপে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩ থেকে ১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত