Ajker Patrika

দর্শক ভাগ হয়ে যাওয়াটা কষ্টের

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

কোরবানির ঈদে বড় পর্দায় অভিষেক হতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও প্রেক্ষাগৃহে থাকছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। হিমেল আশরাফের নির্দেশনায় ‘প্রিয়তমা’ সিনেমার কাজ শুরু করেছেন তিনি। সম্প্রতি একই দিনে প্রকাশ পায় শাকিব খান ও আফরান নিশোর সিনেমার ফার্স্টলুক।

এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা নিজ নিজ পছন্দের তারকার সিনেমা নিয়ে মন্তব্য প্রকাশ করছেন। এমনকি পছন্দের শিল্পীকে এগিয়ে রাখতে অন্যজনকে হেয় করতেও দেখা গেছে।

শোবিজের দুই তারকার ভক্তদের এভাবে ভাগ হয়ে যাওয়াটা ভালো লাগেনি ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে কাজ করা তমা মির্জার। তিনি বলেন, ‘সুড়ঙ্গ ও প্রিয়তমার ফার্স্টলুক প্রকাশের পর দর্শক যেভাবে ভাগ হয়ে গেছে, তাতে আমার কষ্ট লাগছে। ভাগ হওয়ার তো কিছু নেই, কারণ শাকিব খানের সঙ্গে কারও তুলনা চলে না। তিনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। ২০ বছরের বেশি সময় ধরে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তিনি।

অভিনেতা শাকিব খানের তুলনা তিনি নিজেই। কিন্তু নিশো ভাইকেও ছোট করে দেখার উপায় নেই। তাঁর সেক্টর আলাদা হলেও তিনিও বছরের পর বছর ভালো ভালো কাজ উপহার দিয়ে যাচ্ছেন। নাটকের যে ভালো অবস্থান তৈরি হয়েছে, এর পেছনে নিশো ভাইয়ের বড় অবদান আছে। ওটিটিতে তিনি যোগ্যতার প্রমাণ দিয়েছেন। এখন এসেছেন বড় পর্দায়। তাঁকে শোবিজের সবচেয়ে বড় মাধ্যমে স্বাগত জানানো উচিত। হলে গিয়ে তাঁর সিনেমা দেখা উচিত।’

শুধু শাকিব কিংবা নিশোর সিনেমাই নয়, সব বাংলা সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন এ অভিনেত্রী। তমা মির্জা বলেন, ‘সকল সিনেমাপ্রেমীকে আহ্বান করব, যাঁরা সকালে প্রিয়তমা দেখবেন, তাঁরা রাতে সুড়ঙ্গ দেখবেন। অন্য সিনেমাগুলোও হলে এসে দেখার অনুরোধ রইল। সবাই নিয়মিত হলে আসলেই আমাদের ইন্ডাস্ট্রি শক্তিশালী হবে। দয়া করে কে বড় তারকা, কে তারকা নন—এ তুলনা করবেন না। আমরা কেউ কাউকে পেছনে ফেলতে আসিনি, সবাই মিলে ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে এসেছি। আমার বিশ্বাস, শাকিব ও নিশো ভাইও একই কথা বলবেন। এখানে প্রতিযোগিতা নয়, আমরা দর্শকদের ভালোবেসে তাঁদের ভালোবাসা পেতেই কাজ করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত