সাহিদ রহমান অরিন, ঢাকা
দীর্ঘ সময় প্রধান কোচের পদে থাকাদের তালিকার ছয়ে আছেন গ্রাহাম পটার। তবে ইংলিশদের মধ্যে তিনিই সবচেয়ে পুরোনো। ২০১৯ সালে তাঁকে নিয়োগ দেয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি। গতকাল তাঁর দল টটেনহামকে হারিয়েছে ১-০ গোলে। বিবিসির মতে, বর্তমানে সবচেয়ে সুসংগঠিত ইংলিশ কোচ হওয়ার পথে আছেন ৪৬ বছর বয়সী পটার।
লিভারপুল দায়িত্বে: ৬ বছর ১৯১ দিন
বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় বলে ২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের কোচ হয়ে আসেন ইয়ুর্গেন ক্লপ। দলটিকে সম্ভাব্য সব শিরোপা এনে দেওয়ায় ‘জার্মান জাদুকরের’ সঙ্গে তিন দফা চুক্তি বাড়িয়েছে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি। ২০২৪ সালের জুনে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে ক্লপের। গুঞ্জন আছে, আর চুক্তি নবায়ন করবেন না তিনি। ফিরবেন পুরোনো ঠিকানা ডর্টমুন্ডে।
ম্যানচেস্টার সিটি দায়িত্বে: ৫ বছর ২৯০ দিন
সবচেয়ে বেশি সময় দায়িত্বে থাকার নিরিখে দুইয়ে আছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ ২০১৬ সালের জুলাই থেকে আছেন ইতিহাদে। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবাও (লিগ) কাপ ও কমিউনিটি শিল্ড—ক্লাবকে সব ঘরোয়া শিরোপা এনে দিয়েছেন ৫১ বছর বয়সী কোচ। কদিন আগে খবর বেরিয়েছিল, সিটির পাট চুকিয়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন গার্দিওলা। তবে এটিকে ‘স্রেফ গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
ব্রেন্টফোর্ড দায়িত্বে: ৩ বছর ১৮৩ দিন
ক্লপ-গার্দিওলার পরেই আছেন থমাস ফ্রাঙ্ক। ব্রেন্টফোর্ডের এই ড্যানিশ কোচের নাম দামিদের তালিকায় না থাকলেও দলের কাছে হয়ে থাকবেন চিরস্মরণীয়। লন্ডনের ক্লাবটি যে ৭৪ বছর পর প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছে তাঁরই দূরদর্শী কোচিংয়ে। দুই বছর ডিন স্মিথের ডেপুটি হিসেবে কাজ করেছেন ফ্রাঙ্ক। ২০১৮ সালে স্মিথের স্থলাভিষিক্ত হন তিনি। তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হবে ২০২৫ সালে।
সাউদাম্পটন দায়িত্বে: ৩ বছর ১৩২ দিন
ছোট দলের কোচ হলেও সব সময় বড় স্বপ্ন দেখেন রাল্ফ হাসেনহাটল। ২০১৮ সালে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগে তোলার কারিগর এই অস্ট্রিয়ান। তখনই সাউদাম্পটনের নজরে আসেন তিনি। সে বছরই হাসেনহাটলকে কোচ করে আনে ইংলিশ ক্লাবটি। কম বাজেটের দল নিয়েও প্রিমিয়ার লিগে জায়গা ধরে রেখেছে তাঁর দল। ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ ফুরোবে তাঁর।
লেস্টার সিটি দায়িত্বে: ৩ বছর ৪৯ দিন
ঘন ঘন ক্লাব বদলানো কোচদের তালিকা করলে নিশ্চিতভাবেই ব্রেন্ডান রজার্সের নাম থাকার কথা। চেলসি ও লিভারপুলের সাবেক এই কোচ এখন থিতু হয়েছেন লেস্টার সিটিকে। দলটিকে গত বছর এনে দিয়েছেন এফএ কাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা। এ বছর ক্লাবকে তুলেছেন উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে। আরও সাফল্য এনে দিতে পারলে ২০২৫ সালের জুন পর্যন্ত লেস্টারে থাকছেন রজার্স।
ব্রাইটন অ্যান্ড হোভ দায়িত্বে: ২ বছর ৩৩২ দিন
দীর্ঘ সময় প্রধান কোচের পদে থাকাদের তালিকার ছয়ে আছেন গ্রাহাম পটার। তবে ইংলিশদের মধ্যে তিনিই সবচেয়ে পুরোনো। ২০১৯ সালে তাঁকে নিয়োগ দেয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি। গতকাল তাঁর দল টটেনহামকে হারিয়েছে ১-০ গোলে। বিবিসির মতে, বর্তমানে সবচেয়ে সুসংগঠিত ইংলিশ কোচ হওয়ার পথে আছেন ৪৬ বছর বয়সী পটার।
দীর্ঘ সময় প্রধান কোচের পদে থাকাদের তালিকার ছয়ে আছেন গ্রাহাম পটার। তবে ইংলিশদের মধ্যে তিনিই সবচেয়ে পুরোনো। ২০১৯ সালে তাঁকে নিয়োগ দেয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি। গতকাল তাঁর দল টটেনহামকে হারিয়েছে ১-০ গোলে। বিবিসির মতে, বর্তমানে সবচেয়ে সুসংগঠিত ইংলিশ কোচ হওয়ার পথে আছেন ৪৬ বছর বয়সী পটার।
লিভারপুল দায়িত্বে: ৬ বছর ১৯১ দিন
বরুসিয়া ডর্টমুন্ডকে বিদায় বলে ২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের কোচ হয়ে আসেন ইয়ুর্গেন ক্লপ। দলটিকে সম্ভাব্য সব শিরোপা এনে দেওয়ায় ‘জার্মান জাদুকরের’ সঙ্গে তিন দফা চুক্তি বাড়িয়েছে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি। ২০২৪ সালের জুনে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে ক্লপের। গুঞ্জন আছে, আর চুক্তি নবায়ন করবেন না তিনি। ফিরবেন পুরোনো ঠিকানা ডর্টমুন্ডে।
ম্যানচেস্টার সিটি দায়িত্বে: ৫ বছর ২৯০ দিন
সবচেয়ে বেশি সময় দায়িত্বে থাকার নিরিখে দুইয়ে আছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ ২০১৬ সালের জুলাই থেকে আছেন ইতিহাদে। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবাও (লিগ) কাপ ও কমিউনিটি শিল্ড—ক্লাবকে সব ঘরোয়া শিরোপা এনে দিয়েছেন ৫১ বছর বয়সী কোচ। কদিন আগে খবর বেরিয়েছিল, সিটির পাট চুকিয়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন গার্দিওলা। তবে এটিকে ‘স্রেফ গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
ব্রেন্টফোর্ড দায়িত্বে: ৩ বছর ১৮৩ দিন
ক্লপ-গার্দিওলার পরেই আছেন থমাস ফ্রাঙ্ক। ব্রেন্টফোর্ডের এই ড্যানিশ কোচের নাম দামিদের তালিকায় না থাকলেও দলের কাছে হয়ে থাকবেন চিরস্মরণীয়। লন্ডনের ক্লাবটি যে ৭৪ বছর পর প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছে তাঁরই দূরদর্শী কোচিংয়ে। দুই বছর ডিন স্মিথের ডেপুটি হিসেবে কাজ করেছেন ফ্রাঙ্ক। ২০১৮ সালে স্মিথের স্থলাভিষিক্ত হন তিনি। তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হবে ২০২৫ সালে।
সাউদাম্পটন দায়িত্বে: ৩ বছর ১৩২ দিন
ছোট দলের কোচ হলেও সব সময় বড় স্বপ্ন দেখেন রাল্ফ হাসেনহাটল। ২০১৮ সালে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগে তোলার কারিগর এই অস্ট্রিয়ান। তখনই সাউদাম্পটনের নজরে আসেন তিনি। সে বছরই হাসেনহাটলকে কোচ করে আনে ইংলিশ ক্লাবটি। কম বাজেটের দল নিয়েও প্রিমিয়ার লিগে জায়গা ধরে রেখেছে তাঁর দল। ২০২৪ সালের জুনে চুক্তির মেয়াদ ফুরোবে তাঁর।
লেস্টার সিটি দায়িত্বে: ৩ বছর ৪৯ দিন
ঘন ঘন ক্লাব বদলানো কোচদের তালিকা করলে নিশ্চিতভাবেই ব্রেন্ডান রজার্সের নাম থাকার কথা। চেলসি ও লিভারপুলের সাবেক এই কোচ এখন থিতু হয়েছেন লেস্টার সিটিকে। দলটিকে গত বছর এনে দিয়েছেন এফএ কাপ ও কমিউনিটি শিল্ডের শিরোপা। এ বছর ক্লাবকে তুলেছেন উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে। আরও সাফল্য এনে দিতে পারলে ২০২৫ সালের জুন পর্যন্ত লেস্টারে থাকছেন রজার্স।
ব্রাইটন অ্যান্ড হোভ দায়িত্বে: ২ বছর ৩৩২ দিন
দীর্ঘ সময় প্রধান কোচের পদে থাকাদের তালিকার ছয়ে আছেন গ্রাহাম পটার। তবে ইংলিশদের মধ্যে তিনিই সবচেয়ে পুরোনো। ২০১৯ সালে তাঁকে নিয়োগ দেয় ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি। গতকাল তাঁর দল টটেনহামকে হারিয়েছে ১-০ গোলে। বিবিসির মতে, বর্তমানে সবচেয়ে সুসংগঠিত ইংলিশ কোচ হওয়ার পথে আছেন ৪৬ বছর বয়সী পটার।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫