কাউছার আলম, পটিয়া
বিদ্যুতের স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের আওতায় আসছেন পটিয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অধীনে থাকা গ্রাহকেরা। প্রথম পর্যায়ে ৯০ হাজার গ্রাহক পাবেন এ সুবিধা। পর্যায়ক্রমে পল্লী বিদ্যুতের গ্রাহকেরাও এ সুবিধার আওতায় আসবেন। পটিয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে এমনটা জানা গেছে।
জানা যায়, স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অফ বিপিডিবিথ শীর্ষক একটি প্রকল্পের প্রস্তাব গেছে পরিকল্পনা কমিশনে। এতে মোট ১০ লাখ ২০ হাজার সিঙ্গেল ফেজ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন, ৩০ হাজার থ্রি-ফেজ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
এদিকে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬১৯ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ১৬৯ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা। এশীয় উন্নয়ন উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তা থেকে নেওয়া হবে ৩২৮ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার টাকা। অন্যদিকে বাস্তবায়নকারী সংস্থা থেকে নেওয়া হবে ১২০ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা।
অনুমোদন পেলে ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে চারটি বিতরণ জোনের অধীনে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেটের আওতাধীন ২৫টি বিক্রয় ও বিতরণ বিভাগের সব গ্রাহককে স্মার্ট প্রি-প্রেমেন্ট মিটার ব্যবহারের আওতায় আনা যাবে।
পরিকল্পনা কমিশনে পাঠানো প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যমান পোস্টপেইড মিটার সিস্টেমে যথাসময়ে বিল পরিশোধ না করায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এ পদ্ধতিতে সিস্টেম লস তুলনামূলকভাবে বেশি। এ ছাড়া, বর্তমান পদ্ধতিতে অনুমোদিত লোডের চেয়ে বাড়তি লোড ব্যবহার এবং মিটার টেম্পারিং রোধের সুযোগ নেই।
এ ব্যাপারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পটিয়ার নির্বাহী প্রকৌশলী (বিতরণ বিভাগ) ইসমাইল হোসেন বলেন, ‘আমাদের পিডিবির পটিয়া জোনে ৯০ হাজার গ্রাহক আছে। সবাই স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের আওতায় আসছে।
তিনি জানান, স্মার্ট প্রি-পেমেন্ট ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সিস্টেম লস কমানো যাবে, অন্যদিকে যথাসময়ে বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে শতভাগ রাজস্ব আদায়ও সহজ হবে। আবার গ্রাহকের অনুকূলে বরাদ্দ করা লোডের অতিরিক্ত লোড ব্যবহার করা হলে মিটার টেম্পারিং সংকেত দেওয়ার মাধ্যমে লোড বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব হবে।
বিদ্যুতের স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের আওতায় আসছেন পটিয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অধীনে থাকা গ্রাহকেরা। প্রথম পর্যায়ে ৯০ হাজার গ্রাহক পাবেন এ সুবিধা। পর্যায়ক্রমে পল্লী বিদ্যুতের গ্রাহকেরাও এ সুবিধার আওতায় আসবেন। পটিয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে এমনটা জানা গেছে।
জানা যায়, স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অফ বিপিডিবিথ শীর্ষক একটি প্রকল্পের প্রস্তাব গেছে পরিকল্পনা কমিশনে। এতে মোট ১০ লাখ ২০ হাজার সিঙ্গেল ফেজ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন, ৩০ হাজার থ্রি-ফেজ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
এদিকে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬১৯ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ১৬৯ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা। এশীয় উন্নয়ন উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তা থেকে নেওয়া হবে ৩২৮ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার টাকা। অন্যদিকে বাস্তবায়নকারী সংস্থা থেকে নেওয়া হবে ১২০ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা।
অনুমোদন পেলে ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে চারটি বিতরণ জোনের অধীনে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেটের আওতাধীন ২৫টি বিক্রয় ও বিতরণ বিভাগের সব গ্রাহককে স্মার্ট প্রি-প্রেমেন্ট মিটার ব্যবহারের আওতায় আনা যাবে।
পরিকল্পনা কমিশনে পাঠানো প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যমান পোস্টপেইড মিটার সিস্টেমে যথাসময়ে বিল পরিশোধ না করায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এ পদ্ধতিতে সিস্টেম লস তুলনামূলকভাবে বেশি। এ ছাড়া, বর্তমান পদ্ধতিতে অনুমোদিত লোডের চেয়ে বাড়তি লোড ব্যবহার এবং মিটার টেম্পারিং রোধের সুযোগ নেই।
এ ব্যাপারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পটিয়ার নির্বাহী প্রকৌশলী (বিতরণ বিভাগ) ইসমাইল হোসেন বলেন, ‘আমাদের পিডিবির পটিয়া জোনে ৯০ হাজার গ্রাহক আছে। সবাই স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের আওতায় আসছে।
তিনি জানান, স্মার্ট প্রি-পেমেন্ট ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সিস্টেম লস কমানো যাবে, অন্যদিকে যথাসময়ে বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে শতভাগ রাজস্ব আদায়ও সহজ হবে। আবার গ্রাহকের অনুকূলে বরাদ্দ করা লোডের অতিরিক্ত লোড ব্যবহার করা হলে মিটার টেম্পারিং সংকেত দেওয়ার মাধ্যমে লোড বিচ্ছিন্ন করে দেওয়া সম্ভব হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫