ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় বিদেশি উন্নত জাতের কাশ্মীরি আপেল ও বল সুন্দরী কুল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে কুলের আবাদ। এবারই প্রথম শ্রীবরদীর গারো পাহাড়ের কর্ণঝোরা বাবলাকোনা গ্রামের কৃষক শামীম মোল্লা এই বাগান করে সফলতা পেয়েছেন।
গারো পাহাড়ে বেশির ভাগ ফসল নষ্ট করে বন্য হাতির দল। তবে বড়ই গাছ দেখে ভয় পায় হাতির দল। তাই বড়ই চাষের পরামর্শ অনেক আগে থেকেই দিয়ে আসছেন কৃষি বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা। এ পরামর্শের আলোকে জেলার গারো পাহাড়ের কর্ণঝোরা এলাকায় ১ একর ২৫ শতাংশ জমিতে জেলায় প্রথম কাশ্মীরি আপেল কুল ও বল সুন্দরী কুল চাষ করেন শামীম। উপজেলা কৃষি অফিস বলছে, অন্য কূলের চেয়ে কাশ্মীরি আপেল ও বল সুন্দরী কূল চাষ করলে অধিক লাভবান হবে কৃষক। এ জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে নানাভাবে সহায়তা করা হচ্ছে।
জানা গেছে, বল সুন্দরী কুল দেখতে ঠিক আপেলের মতো। খেতে সুস্বাদু। ফলটি রসালো ও সুমিষ্ট। বাউকুল ও আপেল কুলের সংকরায়নের মাধ্যমে উদ্ভাবিত এই কুল। স্থানীয়ভাবে বল সুন্দরী কুল বলা হলেও এটির প্রকৃত নাম বাউ-৩। তবে অনেকে বারমী কুল নামে এটিকে চেনে।
২০১২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্ম প্লাজম সেন্টারে নতুন এ জাতের কুল উদ্ভাবন হয়। অপরদিকে কাশ্মীরি আপেল কুলের রঙও ঠিক যেন আপেলের মতো সবুজ ও হালকা হলুদের ওপর লাল। খেতে খুব মিষ্টি। দেখতে ঠিক ছোট সাইজের আপেলের মত। গাছের ডালে ঝুলছে থোকায় থোকায় কুল। বাঁশের খুঁটি দেয়া হয়েছে গাছের বড় বড় ডাল ঠিক রাখতে। নভেম্বর ও ডিসেম্বর মাসে গাছে ফুল আসে। ফল পরিপক্ব হয়ে থাকে জানুয়ারি মাসের শেষের দিকে। ৪ ফুট উচ্চতার একেকটি গাছ। এগুলোয় কুল ধরে আছে। কুলের ভারে মাঠিতে নুয়ে পড়েছে কিছু কিছু ডাল।
শামীম মোল্লা বলেন, আমি এর আগে ভিন্ন জাতের সবজি চাষ করে নানা প্রতিকূলতার কারণে লোকসান খাইছি। তাই এবার আমি কৃষি বিভাগের পরামর্শে বড়ই গুলির চাষ করেছি। এগুলো হাতিও ক্ষতি করে না। ফলনও ভালো দেখা যাচ্ছে। আমি এবাগানে ৪ শতাধিক কুলের চারা লাগিয়েছি। আমার এ বাগানে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। আমি কুল বিক্রি করতে শুরু করেছি। আমি আশা করছি কমপক্ষে সাড়ে ৩-৪ লাখ টাকার কুল বিক্রি করতে পারব। আমার বাগান দেখে এলাকার অন্য কৃষকরাও এ কূল চাষ করার জন্য আগ্রহ দেখাচ্ছে। আমার কাছে পরামর্শ চাইছে।
এ বাগানে সব সময় অন্তত ৫ জন শ্রমিক কাজ করে। শ্রমিক ফজলুর রহমান বলেন, কুলের খেতে কাজ করতে আমার খুব ভালো লাগে। আর আমি তো আগে সারা বছর কাজ পাইতাম না। এখন সারা বছরই কাজ করছি। এখানে কুলের সাইজগুলো খুব বড় বড়। ফলনও ভালো হচ্ছে।
প্রতিবেশী কৃষক মিখাইন বিশ্বাস বলেন, বাগান দেখতে খুব ভালো লাগে। হাতিও এ বাগান ক্ষতি করে না।
ফল ক্রেতা সাতানী মথুরাদী এলাকার মো. কুদু মিয়া বলেন, আমি প্রায় এখান থেকে কুল কিনে বিক্রি করি। এখানের কুল সুস্বাদু হওয়ায় আমার ব্যবসা ভালো হচ্ছে। আমি প্রায় প্রতিদিন ১ থেকে ২ হাজার টাকা লাভ করি। আমি কুল বিক্রি করে সংসার চালাই।
শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন দিলদার বলেন, অন্য কূলের চেয়ে এই দুই জাতের কূল চাষ করলে অধিক লাভবান হবে কৃষক। এ জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে নানাভাবে সহায়তা করা হচ্ছে। আর হাতির আক্রমণে ফসল নষ্টের আশঙ্কাও থাকবে না।
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় বিদেশি উন্নত জাতের কাশ্মীরি আপেল ও বল সুন্দরী কুল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে কুলের আবাদ। এবারই প্রথম শ্রীবরদীর গারো পাহাড়ের কর্ণঝোরা বাবলাকোনা গ্রামের কৃষক শামীম মোল্লা এই বাগান করে সফলতা পেয়েছেন।
গারো পাহাড়ে বেশির ভাগ ফসল নষ্ট করে বন্য হাতির দল। তবে বড়ই গাছ দেখে ভয় পায় হাতির দল। তাই বড়ই চাষের পরামর্শ অনেক আগে থেকেই দিয়ে আসছেন কৃষি বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা। এ পরামর্শের আলোকে জেলার গারো পাহাড়ের কর্ণঝোরা এলাকায় ১ একর ২৫ শতাংশ জমিতে জেলায় প্রথম কাশ্মীরি আপেল কুল ও বল সুন্দরী কুল চাষ করেন শামীম। উপজেলা কৃষি অফিস বলছে, অন্য কূলের চেয়ে কাশ্মীরি আপেল ও বল সুন্দরী কূল চাষ করলে অধিক লাভবান হবে কৃষক। এ জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে নানাভাবে সহায়তা করা হচ্ছে।
জানা গেছে, বল সুন্দরী কুল দেখতে ঠিক আপেলের মতো। খেতে সুস্বাদু। ফলটি রসালো ও সুমিষ্ট। বাউকুল ও আপেল কুলের সংকরায়নের মাধ্যমে উদ্ভাবিত এই কুল। স্থানীয়ভাবে বল সুন্দরী কুল বলা হলেও এটির প্রকৃত নাম বাউ-৩। তবে অনেকে বারমী কুল নামে এটিকে চেনে।
২০১২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্ম প্লাজম সেন্টারে নতুন এ জাতের কুল উদ্ভাবন হয়। অপরদিকে কাশ্মীরি আপেল কুলের রঙও ঠিক যেন আপেলের মতো সবুজ ও হালকা হলুদের ওপর লাল। খেতে খুব মিষ্টি। দেখতে ঠিক ছোট সাইজের আপেলের মত। গাছের ডালে ঝুলছে থোকায় থোকায় কুল। বাঁশের খুঁটি দেয়া হয়েছে গাছের বড় বড় ডাল ঠিক রাখতে। নভেম্বর ও ডিসেম্বর মাসে গাছে ফুল আসে। ফল পরিপক্ব হয়ে থাকে জানুয়ারি মাসের শেষের দিকে। ৪ ফুট উচ্চতার একেকটি গাছ। এগুলোয় কুল ধরে আছে। কুলের ভারে মাঠিতে নুয়ে পড়েছে কিছু কিছু ডাল।
শামীম মোল্লা বলেন, আমি এর আগে ভিন্ন জাতের সবজি চাষ করে নানা প্রতিকূলতার কারণে লোকসান খাইছি। তাই এবার আমি কৃষি বিভাগের পরামর্শে বড়ই গুলির চাষ করেছি। এগুলো হাতিও ক্ষতি করে না। ফলনও ভালো দেখা যাচ্ছে। আমি এবাগানে ৪ শতাধিক কুলের চারা লাগিয়েছি। আমার এ বাগানে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। আমি কুল বিক্রি করতে শুরু করেছি। আমি আশা করছি কমপক্ষে সাড়ে ৩-৪ লাখ টাকার কুল বিক্রি করতে পারব। আমার বাগান দেখে এলাকার অন্য কৃষকরাও এ কূল চাষ করার জন্য আগ্রহ দেখাচ্ছে। আমার কাছে পরামর্শ চাইছে।
এ বাগানে সব সময় অন্তত ৫ জন শ্রমিক কাজ করে। শ্রমিক ফজলুর রহমান বলেন, কুলের খেতে কাজ করতে আমার খুব ভালো লাগে। আর আমি তো আগে সারা বছর কাজ পাইতাম না। এখন সারা বছরই কাজ করছি। এখানে কুলের সাইজগুলো খুব বড় বড়। ফলনও ভালো হচ্ছে।
প্রতিবেশী কৃষক মিখাইন বিশ্বাস বলেন, বাগান দেখতে খুব ভালো লাগে। হাতিও এ বাগান ক্ষতি করে না।
ফল ক্রেতা সাতানী মথুরাদী এলাকার মো. কুদু মিয়া বলেন, আমি প্রায় এখান থেকে কুল কিনে বিক্রি করি। এখানের কুল সুস্বাদু হওয়ায় আমার ব্যবসা ভালো হচ্ছে। আমি প্রায় প্রতিদিন ১ থেকে ২ হাজার টাকা লাভ করি। আমি কুল বিক্রি করে সংসার চালাই।
শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন দিলদার বলেন, অন্য কূলের চেয়ে এই দুই জাতের কূল চাষ করলে অধিক লাভবান হবে কৃষক। এ জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে নানাভাবে সহায়তা করা হচ্ছে। আর হাতির আক্রমণে ফসল নষ্টের আশঙ্কাও থাকবে না।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪