Ajker Patrika

সাধারণ সম্পাদককে পদ থেকে অব্যাহতি

বাসাইল প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৪৮
সাধারণ সম্পাদককে পদ থেকে অব্যাহতি

বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউসকে দলীয় সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

গতকাল বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন। চিঠিতে গত মঙ্গলবারের তারিখ উল্লেখ করা হয়েছে।

তবে হাজী মতিয়ার রহমান গাউসকে কী কী অভিযোগের ভিত্তিতে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়টি অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়নি।

অব্যাহতির চিঠিতে বলা হয়, ‘নেতাদের নীতিগত সিদ্ধান্তে আপনাকে (হাজী মতিয়ার রহমান গাউস) বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। সেই সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সব পরিচয় ব্যবহার থেকে বিরত থাকার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।’

চিঠিতে আরও জানানো হয়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদটি শূন্য হওয়ায় সংগঠনের প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদককে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাঁকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়নি।’

এ বিষয়ে হাজী মতিয়ার রহমান গাউস আজকের পত্রিকাকে বলেন, ‘এটা জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত নয়। এটা বাসাইল-সখীপুরের সাংসদ জোয়াহেরুল ইসলামের সিদ্ধান্ত। কী কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে এটা চিঠিতে উল্লেখ নেই। আমাকে কোনো শোকজের চিঠিও দেয়নি। আমাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়নি। এটা আমাকে হেয় ও আওয়ামী লীগকে দুর্বল করার একটি ষড়যন্ত্র। বিষয়টি নিয়ে আমি প্রধানমন্ত্রী পর্যন্ত যাব।’

গত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউসকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। এই নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন।

নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় কাজী অলিদ ইসলামকে ওই সময় দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বর্তমানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন শামছুল আলম মাস্টার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত