Ajker Patrika

‘শ্রমিকেরা ধর্মঘট করেননি’ শাজাহান

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৪: ৫৭
‘শ্রমিকেরা ধর্মঘট করেননি’ শাজাহান

‘ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে মালিক-শ্রমিকেরা পরিবহন ধর্মঘট করেননি। বরং বর্তমানে এই দামে তেল কিনে তাঁদের পক্ষে পরিবহন ব্যবসা চালানো সম্ভব নয় পরিবহন বন্ধ করে রেখেছেন মাত্র।’ বলে মন্তব্য করেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। গতকাল কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহজাহান খান আরও বলেন, আগামীকাল বিআরটিএ ভবনে বর্তমান সংকট নিরসনে একটি সভা ডাকা হয়েছে। আশা করি আগামীকালই এই সংকট নিরসন করা সম্ভব হবে এবং পরিবহন আগের মতো স্বাভাবিকভাবে চলবে।’ কুষ্টিয়া সড়ক পরিবহন শ্রমিক সংগঠনকে যত দ্রুত সম্ভব ট্রাক টার্মিনাল নির্মাণের জন্য জায়গা নির্বাচন পূর্বক স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রজেক্ট জমা দিতে বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুল হাসান রানা। প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন কুষ্টিয়ার উপপরিচালক জহিরুল হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাদেক আহমেদ, ঢাকার কার্যকরী সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি রবিউল ইসলাম রবিসহ কুষ্টিয়া সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন আজাদুল ইসলাম তারেক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত