Ajker Patrika

নতুন চেয়ারম্যান যেন বিয়ের পাত্র

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০: ৩৯
নতুন চেয়ারম্যান যেন বিয়ের পাত্র

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেতার পর বিয়ের পাত্রের মতো হলুদ-মেহেদি মাখিয়ে গোসল করানো হয়েছে চেয়ারম্যান আসাদুজ্জামানকে। তিনি উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গত রোববার নালিতাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আসাদুজ্জামান। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৩ হাজার ৭৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক (চশমা) পেয়েছেন ২ হাজার ৮৫০ ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (মোটরসাইকেল) পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট।

নির্বাচনে বিজয়ের পর গতকাল সকালে ইউনিয়নের ছালুয়াতলা গ্রামে নিজ বাড়িতে গোসল করানো হয় চেয়ারম্যান আসাদুজ্জামানকে। বিয়ের পাত্রের মতো করে গায়ে হলুদ ও মেহেদি মাখিয়ে গোসল করানো হয় তাঁকে।

গোসল শেষ করে নতুন জামাইয়ের মতো টাকা দিয়ে বরণ করে নেওয়া হয় তাঁকে।

চেয়ারম্যান আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘দ্বিতীয়বার চেয়ারম্যান হওয়ার আনন্দে এলাকার বোন ও নাতি-নাতনিরা মিলে গোসল করায় ও বরণ করে নেয়। অনিচ্ছা সত্ত্বেও তাদের পীড়াপীড়িতে গোসল করতে বাধ্য হয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সাপ্লাই চেইন বিভাগে চাকরির সুযোগ

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

ত্রিভুজ প্রেম থেকে মুক্তি পেতেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী: পুলিশ

এলাকার খবর
Loading...