Ajker Patrika

রাধারমণ দত্তের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭: ৩৯
Thumbnail image

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, রাধারমণ দত্ত দেশের লোকজ সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তাই তাঁর স্মৃতি বিজড়িত জায়গায় আগামী জুনের মধ্যে রাধারমণ কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ নিয়ে একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, রাধারমণ দত্তের বেদখল হওয়া কিছু জমি ৬০ বছর পর উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব জায়গা উদ্ধার করা হবে।

গতকাল শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও রাধারমণ সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন শিক্ষক সালেহা পারভীন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কাউন্সিলর সফিকুল হক, শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর।

প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আরও বলেন, ‘বর্তমান সরকার সংস্কৃতি চর্চার বিষয়ে আন্তরিক। এ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একজন উন্নয়ন ও সংস্কৃতিবান্ধব মানুষ। তিনি আমাকে রাধারমণ দত্ত সহ সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতি ধরে রাখতে প্রকল্প গ্রহণ করতে তাগিদ দিয়েছেন। আমরা সারা দেশে মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতির জাগরণে কাজ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত