Ajker Patrika

চোরাই বাইকের গুদাম!

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১২: ৪৭
Thumbnail image

দেশের বিভিন্ন স্থানে চুরি হওয়া মোটরসাইকেলগুলো এনে রাখা হয় সিরাজগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চল মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে। এ খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। বাজার, দোকান থেকে শুরু করে বাড়িঘরেও অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে দেখে কেউ কেউ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। অভিযান শেষে ৭০টি মোটরসাইকেল জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৩৫টির মালিকেরা তাঁদের কাগজপত্র দেখাতে পারায় সেগুলো তাঁদের ফেরত দেওয়া হয়। বাকি ৩৫টির মালিকদের না পাওয়ায় সেগুলো থানায় এনে রাখা হয়।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসবের মধ্যে বেশ কিছু চোরাই মোটরসাইকেল আছে। মালিকানা যাচাইসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পর প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিজ্ঞপ্তির মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বিকেলে রূপসা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে জেলা সদরসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকটি সংঘবদ্ধ চোর চক্র মোটরসাইকেল চুরি করে দুর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে কেনাবেচা করত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে রূপসা বাজারে অভিযান চালানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে কিছু চোরাই মোটরসাইকেল রয়েছে।

ওসি হুমায়ুন কবির জানান, শহর এবং আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি-সংক্রান্ত অপরাধ নিরসনের লক্ষ্যে মেছড়া এলাকায় অভিযান চালানো হয়। চুরি যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। গত শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপসা বাজারে অভিযান চালিয়ে ৭০টি মোটরসাইকেল জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৩৫টির কাগজপত্র থাকায় সেগুলো মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। বাকি ৩৫টি জব্দ করে সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

অপর অভিযানে আটটি মোটরসাইকেলচালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, লাইসেন্স না থাকায় তাঁদের বিরুদ্ধে এ জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত