সিরাজগঞ্জ প্রতিনিধি
দেশের বিভিন্ন স্থানে চুরি হওয়া মোটরসাইকেলগুলো এনে রাখা হয় সিরাজগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চল মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে। এ খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। বাজার, দোকান থেকে শুরু করে বাড়িঘরেও অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে দেখে কেউ কেউ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। অভিযান শেষে ৭০টি মোটরসাইকেল জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৩৫টির মালিকেরা তাঁদের কাগজপত্র দেখাতে পারায় সেগুলো তাঁদের ফেরত দেওয়া হয়। বাকি ৩৫টির মালিকদের না পাওয়ায় সেগুলো থানায় এনে রাখা হয়।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসবের মধ্যে বেশ কিছু চোরাই মোটরসাইকেল আছে। মালিকানা যাচাইসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পর প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিজ্ঞপ্তির মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বিকেলে রূপসা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে জেলা সদরসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকটি সংঘবদ্ধ চোর চক্র মোটরসাইকেল চুরি করে দুর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে কেনাবেচা করত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে রূপসা বাজারে অভিযান চালানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে কিছু চোরাই মোটরসাইকেল রয়েছে।
ওসি হুমায়ুন কবির জানান, শহর এবং আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি-সংক্রান্ত অপরাধ নিরসনের লক্ষ্যে মেছড়া এলাকায় অভিযান চালানো হয়। চুরি যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। গত শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপসা বাজারে অভিযান চালিয়ে ৭০টি মোটরসাইকেল জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৩৫টির কাগজপত্র থাকায় সেগুলো মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। বাকি ৩৫টি জব্দ করে সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
অপর অভিযানে আটটি মোটরসাইকেলচালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, লাইসেন্স না থাকায় তাঁদের বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
দেশের বিভিন্ন স্থানে চুরি হওয়া মোটরসাইকেলগুলো এনে রাখা হয় সিরাজগঞ্জের প্রত্যন্ত চরাঞ্চল মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে। এ খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। বাজার, দোকান থেকে শুরু করে বাড়িঘরেও অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে দেখে কেউ কেউ মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। অভিযান শেষে ৭০টি মোটরসাইকেল জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৩৫টির মালিকেরা তাঁদের কাগজপত্র দেখাতে পারায় সেগুলো তাঁদের ফেরত দেওয়া হয়। বাকি ৩৫টির মালিকদের না পাওয়ায় সেগুলো থানায় এনে রাখা হয়।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসবের মধ্যে বেশ কিছু চোরাই মোটরসাইকেল আছে। মালিকানা যাচাইসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পর প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিজ্ঞপ্তির মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার বিকেলে রূপসা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার দাস জানান, দীর্ঘদিন ধরে জেলা সদরসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকটি সংঘবদ্ধ চোর চক্র মোটরসাইকেল চুরি করে দুর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে কেনাবেচা করত। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে রূপসা বাজারে অভিযান চালানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে কিছু চোরাই মোটরসাইকেল রয়েছে।
ওসি হুমায়ুন কবির জানান, শহর এবং আশপাশের এলাকায় মোটরসাইকেল চুরি-সংক্রান্ত অপরাধ নিরসনের লক্ষ্যে মেছড়া এলাকায় অভিযান চালানো হয়। চুরি যাওয়া মোটরসাইকেলগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। গত শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপসা বাজারে অভিযান চালিয়ে ৭০টি মোটরসাইকেল জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৩৫টির কাগজপত্র থাকায় সেগুলো মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। বাকি ৩৫টি জব্দ করে সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
অপর অভিযানে আটটি মোটরসাইকেলচালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, লাইসেন্স না থাকায় তাঁদের বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪