পীরগঞ্জ প্রতিনিধি
সদ্য সমাপ্ত পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট পুনরায় গণনা এবং বিজয়ী প্রার্থীদের শপথ স্থগিত করার জন্য আবেদন করা হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ কাউন্সিলর প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এই আবেদন করেছেন।
আবেদনে অভিযোগ করা হয়েছে, ২৮ নভেম্বরের নির্বাচনে পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসায় ভোটকেন্দ্র ছিল। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তার যোগসাজশে কেন্দ্রটি পরিবর্তন করে নতুন কেন্দ্র হিসেবে পচাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট নেওয়া হয়। ভোটারেরা এটি জানতেন না এবং তিনটি কক্ষে ছয়টি ইভিএম বসিয়ে ভোট নেওয়ার ফলে ভোটারেরা বেকায়দায় পড়েন। আবেদনে আরও বলা হয়েছে, ৮ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণকালে ২ ঘণ্টার জন্য মেশিন নষ্ট বলে কৌশলে ভোট গ্রহণ বিরত রাখা হয়। এ নিয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সাজিয়া ফারিয়া জিসা অভিযোগ করেন।
অনিয়মের অভিযোগ করা হয়েছে ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডেও। অভিযোগ ওঠে ৯ নম্বর ওয়ার্ডের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা মোটা অঙ্কের অর্থ নিয়ে কাউন্সিলর প্রার্থী আব্দুল করিম সরকারকে (উট পাখি) ডিজিটাল কায়দায় পরাজিত করেছেন। পাশাপাশি কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলামের ডালিম প্রতীকে জোরপূর্বক ভোট নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন দপ্তরে দেওয়া আবেদনে সাজিয়া ফারিয়া ছাড়াও বাকি যাঁরা স্বাক্ষর করেছেন তাঁরা হলেন কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম, আনারুল ইসলাম, গোলজার হোসেন, এছমোতারা শেলী, লোকমান হোসেন, রাজা মিয়া, পারভীন বেগম, রাজা মিয়া (২) ও সানিন মো. রাসুলে করিম রিয়ন।
এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ৮ ডিসেম্বর বিজয়ী প্রার্থীদের নামে গেজেট ঘোষণা করা হয়েছে। এখন অনিয়ম ও কারচুপির বিষয়ে অভিযোগকারীরা মামলা করতে পারবেন।
সদ্য সমাপ্ত পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট পুনরায় গণনা এবং বিজয়ী প্রার্থীদের শপথ স্থগিত করার জন্য আবেদন করা হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ কাউন্সিলর প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এই আবেদন করেছেন।
আবেদনে অভিযোগ করা হয়েছে, ২৮ নভেম্বরের নির্বাচনে পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসায় ভোটকেন্দ্র ছিল। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তার যোগসাজশে কেন্দ্রটি পরিবর্তন করে নতুন কেন্দ্র হিসেবে পচাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট নেওয়া হয়। ভোটারেরা এটি জানতেন না এবং তিনটি কক্ষে ছয়টি ইভিএম বসিয়ে ভোট নেওয়ার ফলে ভোটারেরা বেকায়দায় পড়েন। আবেদনে আরও বলা হয়েছে, ৮ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণকালে ২ ঘণ্টার জন্য মেশিন নষ্ট বলে কৌশলে ভোট গ্রহণ বিরত রাখা হয়। এ নিয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সাজিয়া ফারিয়া জিসা অভিযোগ করেন।
অনিয়মের অভিযোগ করা হয়েছে ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডেও। অভিযোগ ওঠে ৯ নম্বর ওয়ার্ডের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা মোটা অঙ্কের অর্থ নিয়ে কাউন্সিলর প্রার্থী আব্দুল করিম সরকারকে (উট পাখি) ডিজিটাল কায়দায় পরাজিত করেছেন। পাশাপাশি কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলামের ডালিম প্রতীকে জোরপূর্বক ভোট নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন দপ্তরে দেওয়া আবেদনে সাজিয়া ফারিয়া ছাড়াও বাকি যাঁরা স্বাক্ষর করেছেন তাঁরা হলেন কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম, আনারুল ইসলাম, গোলজার হোসেন, এছমোতারা শেলী, লোকমান হোসেন, রাজা মিয়া, পারভীন বেগম, রাজা মিয়া (২) ও সানিন মো. রাসুলে করিম রিয়ন।
এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ৮ ডিসেম্বর বিজয়ী প্রার্থীদের নামে গেজেট ঘোষণা করা হয়েছে। এখন অনিয়ম ও কারচুপির বিষয়ে অভিযোগকারীরা মামলা করতে পারবেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫