Ajker Patrika

ভোট পুনরায় গণনার দাবিতে আবেদন

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৩
ভোট পুনরায় গণনার দাবিতে  আবেদন

সদ্য সমাপ্ত পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট পুনরায় গণনা এবং বিজয়ী প্রার্থীদের শপথ স্থগিত করার জন্য আবেদন করা হয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ কাউন্সিলর প্রার্থী প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এই আবেদন করেছেন।

আবেদনে অভিযোগ করা হয়েছে, ২৮ নভেম্বরের নির্বাচনে পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসায় ভোটকেন্দ্র ছিল। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তার যোগসাজশে কেন্দ্রটি পরিবর্তন করে নতুন কেন্দ্র হিসেবে পচাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট নেওয়া হয়। ভোটারেরা এটি জানতেন না এবং তিনটি কক্ষে ছয়টি ইভিএম বসিয়ে ভোট নেওয়ার ফলে ভোটারেরা বেকায়দায় পড়েন। আবেদনে আরও বলা হয়েছে, ৮ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণকালে ২ ঘণ্টার জন্য মেশিন নষ্ট বলে কৌশলে ভোট গ্রহণ বিরত রাখা হয়। এ নিয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সাজিয়া ফারিয়া জিসা অভিযোগ করেন।

অনিয়মের অভিযোগ করা হয়েছে ৪ এবং ৫ নম্বর ওয়ার্ডেও। অভিযোগ ওঠে ৯ নম্বর ওয়ার্ডের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা মোটা অঙ্কের অর্থ নিয়ে কাউন্সিলর প্রার্থী আব্দুল করিম সরকারকে (উট পাখি) ডিজিটাল কায়দায় পরাজিত করেছেন। পাশাপাশি কাউন্সিলর প্রার্থী নুরুল ইসলামের ডালিম প্রতীকে জোরপূর্বক ভোট নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিভিন্ন দপ্তরে দেওয়া আবেদনে সাজিয়া ফারিয়া ছাড়াও বাকি যাঁরা স্বাক্ষর করেছেন তাঁরা হলেন কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম, আনারুল ইসলাম, গোলজার হোসেন, এছমোতারা শেলী, লোকমান হোসেন, রাজা মিয়া, পারভীন বেগম, রাজা মিয়া (২) ও সানিন মো. রাসুলে করিম রিয়ন।

এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ৮ ডিসেম্বর বিজয়ী প্রার্থীদের নামে গেজেট ঘোষণা করা হয়েছে। এখন অনিয়ম ও কারচুপির বিষয়ে অভিযোগকারীরা মামলা করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত