Ajker Patrika

মাউন্ট এভারেস্ট মিশনে ব্রিটিশ বাংলাদেশি আকি

জুয়েল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) 
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৫: ৩৪
মাউন্ট এভারেস্ট মিশনে   ব্রিটিশ বাংলাদেশি আকি

একাধিক পর্বত জয়ের পর এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের পথে যাত্রা শুরু করেছেন ব্রিটিশ বাংলাদেশি পর্বতারোহী আখলাকুর রহমান ওরফে আকি রহমান। গত সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বতশৃঙ্গ জয়ের উদ্দেশে যুক্তরাজ্য থেকে নেপালে যাত্রা করেন তিনি। মিশন সফল হলে আকি রহমান হবেন প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্টজয়ী।

আকি রহমান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে। তিনি বিশ্বজুড়ে আকি রহমান নামেই পরিচিত।

জানা যায়, জন্মসূত্রে আকি রহমান যদিও বাঙালি। তবে মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাজ্যের ইংল্যান্ডে। তাঁর শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। পাঁচ ভাইয়ের মধ্যে আকি রহমান বড়। স্ত্রী হেনা রহমান ও পরিবারের লোকজনের উৎসাহে আকি রহমান এবার এভারেস্ট জয়ের পথে যাত্রা করেন। পর্বতারোহী আকি রহমান তিন সন্তানের জনক।

একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় জয়ের চ্যালেঞ্জ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস, যার উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার, তা মাত্র ৮ ঘণ্টায় আরোহণ করে বিজয়ী হন। এর পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন আকি রহমান।

এরপর ২০২১ সালে নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমাদা ব্ল্যাম জয় করেন তিনি। যার উচ্চতা ৬ হাজার ৮৫৬ মিটার।

নেপাল পৌঁছে আকি রহমান মোবাইলে আজকের পত্রিকাকে বলেন, নিজের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করতে সব প্রস্তুতি শেষ করে নেপালে এসেছি। খুব দ্রুত সময়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় যাওয়ার যাত্রা শুরু করব। এই রমজান মাসে রোজা রেখে হেঁটে সেখানে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি।

আকি রহমান আরও বলেন, ‘আমি প্রথম ব্রিটিশ মুসলিম বাংলাদেশি ও প্রথম সিলেটি, যে হেঁটে এভারেস্টের চূড়ায় যাবে। অনেকেই এভারেস্টের বিভিন্ন বেজ-ক্যাম্পে গেলেও এখন পর্যন্ত এভারেস্টের চূড়ায় কোনো ব্রিটিশ মুসলিম, ব্রিটিশ বাঙালি বা সিলেটি হেঁটে যাননি। এই স্বপ্ন পূরণ করতে দেশে-বিদেশে অবস্থানরত আমার আত্মীয়স্বজনসহ সবার দোয়া চাইছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত