Ajker Patrika

ছেলের আপত্তিতে দাফন বন্ধ বাবার লাশ গেল মর্গে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৭: ০৫
ছেলের আপত্তিতে দাফন বন্ধ বাবার লাশ গেল মর্গে

গোসল শেষে কাফনে মোড়ানো হয়েছে লাশ, কবর খোঁড়াও শেষ। জানাজার জন্য জড়ো হয়েছেন শতাধিক মানুষ। আত্মীয়স্বজনের কান্না আর আহাজারিতে শেষবিদায়ের প্রস্তুতি। হঠাৎ নিহতের গৃহত্যাগী এক ছেলে বাড়ি ফিরে বাবার লাশ দাফন কার্যক্রমে বাধা দেন। বাবার লাশ কবরস্থানে পাঠানোর পরিবর্তে ৯৯৯-এ ফোন করে পুলিশ ডেকে লাশ পাঠান হাসপাতালের মর্গে।

এমনই ঘটনা ঘটেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামে। অবশেষে মারা যাওয়ার এক দিন পর গত শুক্রবার সন্ধ্যায় ওই বাবার লাশ দাফন করেন স্বজনেরা। এর আগে গত বৃহস্পতিবার সকালে হাঁটতে বের হয়ে অটোরিকশার ধাক্কায় আহত হন জালাল উদ্দিন (৭০)। আহত অবস্থায় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জালালের মৃত্যু হয়। এরপর ওই দিন দুপুরে তাঁর লাশ দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করেন ৫ সন্তান ও স্বজনেরা। কিন্তু মেজো ছেলে নুরুল ইসলাম ফিরে এসে বাবার লাশ দাফনে বাধা দেন।

নিহতের স্বজনেরা জানান, মেজো ছেলে নুরুল ইসলামের সঙ্গে বাবা জালালের সম্পর্ক ভালো ছিল না। পারিবারিক কলহের জেরে তিনি অনেক বছর আগেই বাড়ি ছাড়েন। বাবা-মার খোঁজ-খবর নেন না। মাঝেমধ্যে এলাকায় এসে বাবা ও ভাইদের নানা হুমকি দিয়ে যেতেন। এ নিয়ে বহুবার সালিস বৈঠক হয়েছে। বছরখানেক আগে এ বিষয়ে জালাল উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট এবং স্থানীয়দের তথ্য মতে, জালালউদ্দিন অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। কিন্তু তাঁর মেজো ছেলে অভিযোগ করছেন, তাঁর ভাইয়েরা বাবাকে হত্যা করেছেন। তাই ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জালাল উদ্দিনের বড় ছেলে তারা মিয়া বলেন, ‘আমার ভাই নুরুল ইসলাম নেশাগ্রস্ত। তার স্ত্রী সন্তান নিয়ে তাকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে। এখন নুরুল কোথায় থাকে, কী করে, তা কেউ জানেন না। বাড়িতে কারও খোঁজ নেয় না। কিন্তু দীর্ঘদিন বাবার সম্পত্তির ভাগ দাবি করে আসছিল সে। বাবা দিতে রাজি না হওয়ায় আমাদের লাঠি-দা দিয়ে মারধর করতে আসত সে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত