Ajker Patrika

‘পাহাড়ি সন্ত্রাসীদের কারণে রাঙামাটির উন্নয়ন ম্লান হচ্ছে’

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১১: ২০
Thumbnail image

পাহাড়ি সন্ত্রাসীদের কারণে রাঙামাটির সব উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল সোমবার রাঙামাটি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীপংকর তালুকদারের নেতৃত্বে রাঙামাটিকে সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে তিনি জানান।

শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনের সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার। এতে প্রধান বক্তা ছিলেন সাংসদ আবু সাঈদ আল মামুন।

প্রতিনিধি সম্মেলন থেকে আগামী ২৪ মে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা দেন আওয়ামী লীগ নেতা হানিফ। সম্মেলনে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সারা দেশে যে উন্নয়নযজ্ঞ হচ্ছে, এই রাঙামাটি সেই উন্নয়নের একটি প্রাণকেন্দ্র হতে পারত। রাঙামাটি হতে পারত কক্সবাজারের পরই দ্বিতীয় বৃহত্তম পর্যটন শহর। আজ আমরা শুনতে পাই, দেশের মধ্যে এখানকার মানুষ সবচেয়ে বেশি দরিদ্র। এটা হওয়ার কথা না। এটা যদি পর্যটন নগরী হয়, তাহলে দেশে সবচেয়ে বেশি আয়ের জেলা হতে পারে রাঙামাটি।’

হানিফ বলেন, ‘পাহাড়ে অশান্তির বীজ বপন হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। তখন থেকেই এ অশান্তি চলেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসেই পাহাড়ে সন্ত্রাস দূর করতে উদ্যোগ নিয়েছিলেন। পাহাড়ে সন্ত্রাসে মদদ দিচ্ছে বিএনপি-জামায়াত। দল দুটি দেশের উন্নয়ন অগ্রযাত্রা চায় না। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

প্রধান অতিথি বলেন, ‘শেখ হাসিনা শান্তি চুক্তি করলেন। আপনি অস্ত্র পকেটে রেখে দিলেন। এটা কেমন কথা? আপনার উদ্দেশ্য কী ছিল? এটা তো সরকারের সঙ্গে একটা ধোঁকাবাজি হয়ে গেল।’

হুঁশিয়ারি দিয়ে হানিফ বলেন, ‘সরকারের সঙ্গে ধোঁকাবাজি করে টিকে থাকা যায় না। হয়তো সাময়িকভাবে প্রভাব বিস্তার করে ফায়দা লোটা যায়। অস্ত্র উদ্ধারে সরকারের পক্ষ থেকে যাতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জানাব। এই এলাকার মানুষকে এভাবে জিম্মি করে অস্ত্রবাজ-সন্ত্রাসীরা জীবন-জীবিকাকে হারাম করে দেবে, এটা বরদাশত করা যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত