Ajker Patrika

ট্রাকচালককে পিটিয়ে হাত ভেঙে দিলেন ইউপি সদস্য

ভোলা প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১২: ২৬
ট্রাকচালককে পিটিয়ে হাত ভেঙে দিলেন ইউপি সদস্য

ভোলায় মো. লিটন ও বজলু নামের দুই ট্রাকচালককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে। মারধরের ঘটনায় তাঁদের হাত ভেঙে যায়।

গত বুধবার বিকেলে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুই ট্রাকচালক বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. সালাউদ্দিন। তিনি উপজেলার ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের একটি ভিডিও চিত্র ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, ইউপি সদস্য সালাউদ্দিন একটি কাঠ নিয়ে এক ট্রাকচালককে মারধর করছেন। একপর্যায়ে তাঁকে বাঁচাতে আরেক চালক এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। পরে স্থানীয় ব্যক্তিরা ইউপি সদস্যকে বাধা দিলে তাঁরা রক্ষা পান।

ট্রাকচালক মো. লিটন জানান, ভোলা শহরের একটি বাসায় টাইলস নামিয়ে ইলিশা ফেরিঘাটের দিকে রওনা দেন তিনি। ওই সড়কে যানজট থাকায় মহাজনের পোল নামক এলাকায় গাড়ি দাঁড় করা হয়। এ সময় গাড়ির পেছন থেকে একটি মোটরসাইকেল থামিয়ে দাঁড়াতে গিয়ে পড়ে যায়। মোটরসাইকেলচালক তাঁকে সড়কে দাঁড়ানোর কথা জিজ্ঞাসা করেন। পরে মোটরসাইকেলচালক সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পর ট্রাকচালক লিটন ইলিশা ঘাটে গেলে মোটরসাইকেলচালক তাঁকে কাঠের চেলা দিয়ে মারধর করেন। তাঁকে বাঁচাতে আরেক চালক এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়।

ইউপি সদস্য সালাউদ্দিন বলেন, ‘ভোলা থেকে ইলিশা যাওয়ার পথে মহাজনের পোলের কাছে ট্রাকচালক আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে তাঁকে ইলিশা ঘাটে গিয়ে পাই এবং তাঁকে মারধরও করি।’

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত