Ajker Patrika

সিনেমায় একসঙ্গে আফজাল-প্রাচী

সিনেমায় একসঙ্গে আফজাল-প্রাচী

রাজবাড়িতে শুরু হয়েছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং। এ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন অভিনেতা আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এবারই প্রথম রোকেয়া প্রাচী আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করছেন। সিনেমায় তাঁরা অভিনয় করছেন স্বামী-স্ত্রীর ভূমিকায়। আফজাল অভিনয় করছেন সোবহান চরিত্রে এবং প্রাচী আফসানা চরিত্রে। তবে সোবহান তাকে ভালোবেসে নিরু বলে ডাকে।

প্রথমবারের মতো হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় সিনেমায় অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘অনেক দিন পর কোনো ইউনিটে বেশ আনন্দঘন সময় কাটছে। গল্পটা যেমন পারিবারিক, সিনেমা নির্মাণের পরিবেশটাও পারিবারিক।

কাজটা করেও ভীষণ ভালো লাগছে।’

রোকেয়া প্রাচী বলেন, ‘আমার কাছে এ সিনেমায় কাজ করাটা স্বপ্নের মতো মনে হচ্ছে। কারণ সিনেমায় সবার প্রিয়, শ্রদ্ধেয় আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করছি। তাঁর সঙ্গে কাজ করা সত্যিই বড় একটি ব্যাপার। তিনি বড় মাপের একজন অভিনেতা, আর শুটিংয়ের সময় দারুণ সহযোগিতা করেন। আমি মুগ্ধ হচ্ছি বারবার।’

এ সিনেমায় আরও অভিনয় করছেন ডলি জহুর, রওনক হাসান, বর্ষন, ভাবনা প্রমুখ। আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী ৫ ডিসেম্বর পর্যন্ত ‘যাপিত জীবন’-এর শুটিংয়ে ব্যস্ত থাকবেন।

এদিকে আফজাল হোসেন এরই মধ্যে শেষ করেছেন ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। আর রোকেয়া প্রাচী সর্বশেষ পান্ধ প্রসাদের নির্দেশনায় ‘সাবিত্রী’ সিনেমায় অভিনয় করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত