Ajker Patrika

রৌমারী প্রেসক্লাবের কমিটি গঠন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৫
রৌমারী প্রেসক্লাবের কমিটি গঠন

কুড়িগ্রামের রৌমারী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় রৌমারী প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি সুজাউল ইসলাম সুজার সভাপতিত্বে সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে আগামী দুই বছরের জন্য (২০২২-২৩) রৌমারী প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ সম্পাদকমণ্ডলী এবং ৩ কার্যনির্বাহী সদস্য নির্বাচন করা হয়।

দৈনিক আজকের পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধি সুজাউল ইসলাম সুজাকে সভাপতি এবং দৈনিক সমকালের রৌমারী উপজেলা প্রতিনিধি জিতেন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী ও সাধারণ পরিষদ কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহসভাপতি মতিয়ার রহমান চিশতি, এসএম হুমায়ুন কবির, সহসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সহসাধারণ সম্পাদক এলাহি শাহরিয়ার নাজিম, কোষাধ্যক্ষ বেলাল হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক এসএম সাকিদ হোসেন, সাহিত্য সম্পাদক ইব্রাহিম খলিল সরকার, ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজা উদ দৌলা, সাংস্কৃতিক সম্পাদক ইয়াছির আরাফাত নাহিদ, প্রচার সম্পাদক শাকিল এবং দপ্তর সম্পাদক ইউনুছ আলী।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- আনিছুর রহমান, হাসানুজ্জামান হাসান, রুহুল আমিন।

নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ মো. জাকির হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত