হৃদয় হোসেন মুন্না, বেতাগী (বরগুনা)
উপজেলার পুলের হাট-জলিশা বাজার এলাকার প্রায় পাঁচ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে গেছে। পিচ উঠে খোয়া বের হয়ে সৃষ্টি হয়েছে ছোট–বড় গর্তের। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে পথচারী ও যানবাহন।
খোঁজ নিয়ে জানা গেছে, বেতাগী উপজেলার পোলেরহাট বাজার থেকে বাসন্ডা হয়ে জলিশা বাজার পর্যন্ত চলে গেছে রাস্তাটি। বেতাগী শহর থেকে ৮ কিলোমিটার দূরে জলিশা বাজার। এটি উপজেলার অন্যতম বড় বাজার। সপ্তাহে দুই দিন এখানে হাট বসে। জলিশা বাজার–সংলগ্ন এলাকায় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, ডিগ্রি কলেজসহ কৃষি ব্যাংকের শাখা রয়েছে। ফলে নানা দিক থেকে জলিশা বাজারের গুরুত্ব অনেক এ অঞ্চলের মানুষের কাছে। বেহাল রাস্তায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।
সরেজমিন দেখা গেছে, রাস্তাটির পোলের হাট, বাসন্ডা, গোয়াল বাড়ি, জলিশা বাজার এলাকার অধিকাংশ স্থানে একপাশ দিয়ে চলছে ছোট যানবাহন। বাকি অংশের ইট আর খোয়া উঠে গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে পুকুরের মতো তৈরি হয়ে যাচ্ছে। এ অবস্থায় চলাচল করা আরও কঠিন হয়ে পড়ে।
জলিশা বাজার এলাকার বাসিন্দা মো. সাদ্দাম হোসেন বলেন, জলিশা বাজার থেকে পোলের হাট বাজার সড়কের অবস্থা খুবই খারাপ। এই রাস্তাটি সংস্কারের অভাবে একেবারে নষ্ট হয়ে গেছে। ৫ কিলোমিটার রাস্তায় ছোট বড় হাজারো গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাই এখন কষ্টসাধ্য।
অটোরিকশা চালক হানিফ হাওলাদার বলেন, সড়কের এতটুকু জায়গা পার হতে সময় লাগার কথা দশ মিনিট, সেখানে লাগছে আধ ঘণ্টা। প্রায়ই এই রাস্তা পার হতে গাড়ি বিকল হয়ে যায়। গাড়ির যন্ত্রপাতিও নষ্ট হয়।
হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান বলেন, ‘গর্ত সৃষ্টি হয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের এ ধরনের সড়ক সংস্কারের জন্য কোনো অর্থ বরাদ্দ থাকে না। ব্যক্তিগত অর্থায়নে কয়েকটি গর্ত সংস্কার করেছি। বাকি গর্তগুলো শিগগিরই সংস্কার করা হবে।’
তবে বেতাগী উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলার পুলের হাট-জলিশা বাজার এলাকার প্রায় পাঁচ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে গেছে। পিচ উঠে খোয়া বের হয়ে সৃষ্টি হয়েছে ছোট–বড় গর্তের। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে পথচারী ও যানবাহন।
খোঁজ নিয়ে জানা গেছে, বেতাগী উপজেলার পোলেরহাট বাজার থেকে বাসন্ডা হয়ে জলিশা বাজার পর্যন্ত চলে গেছে রাস্তাটি। বেতাগী শহর থেকে ৮ কিলোমিটার দূরে জলিশা বাজার। এটি উপজেলার অন্যতম বড় বাজার। সপ্তাহে দুই দিন এখানে হাট বসে। জলিশা বাজার–সংলগ্ন এলাকায় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, ডিগ্রি কলেজসহ কৃষি ব্যাংকের শাখা রয়েছে। ফলে নানা দিক থেকে জলিশা বাজারের গুরুত্ব অনেক এ অঞ্চলের মানুষের কাছে। বেহাল রাস্তায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।
সরেজমিন দেখা গেছে, রাস্তাটির পোলের হাট, বাসন্ডা, গোয়াল বাড়ি, জলিশা বাজার এলাকার অধিকাংশ স্থানে একপাশ দিয়ে চলছে ছোট যানবাহন। বাকি অংশের ইট আর খোয়া উঠে গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে পুকুরের মতো তৈরি হয়ে যাচ্ছে। এ অবস্থায় চলাচল করা আরও কঠিন হয়ে পড়ে।
জলিশা বাজার এলাকার বাসিন্দা মো. সাদ্দাম হোসেন বলেন, জলিশা বাজার থেকে পোলের হাট বাজার সড়কের অবস্থা খুবই খারাপ। এই রাস্তাটি সংস্কারের অভাবে একেবারে নষ্ট হয়ে গেছে। ৫ কিলোমিটার রাস্তায় ছোট বড় হাজারো গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটি দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাই এখন কষ্টসাধ্য।
অটোরিকশা চালক হানিফ হাওলাদার বলেন, সড়কের এতটুকু জায়গা পার হতে সময় লাগার কথা দশ মিনিট, সেখানে লাগছে আধ ঘণ্টা। প্রায়ই এই রাস্তা পার হতে গাড়ি বিকল হয়ে যায়। গাড়ির যন্ত্রপাতিও নষ্ট হয়।
হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান বলেন, ‘গর্ত সৃষ্টি হয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের এ ধরনের সড়ক সংস্কারের জন্য কোনো অর্থ বরাদ্দ থাকে না। ব্যক্তিগত অর্থায়নে কয়েকটি গর্ত সংস্কার করেছি। বাকি গর্তগুলো শিগগিরই সংস্কার করা হবে।’
তবে বেতাগী উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫