Ajker Patrika

তৃপ্তির পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২: ১৭
তৃপ্তির পাশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

জোর প্রচার, টান টান উত্তেজনা ও একাধিক প্রার্থীর অংশগ্রহণে আগামীকাল পঞ্চম ধাপের নির্বাচন হতে যাচ্ছে বগুড়ার আদমদীঘির ছয়টি ইউনিয়ন পরিষদে। জয় নিশ্চিত করতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে। তবে আসন্ন নির্বাচন ঘিরে কিছুটা ব্যতিক্রম উপজেলার সান্তাহার ইউনিয়ন। চেয়ারম্যান পদে এই উপজেলার আওয়ামী লীগ মনোনীত একমাত্র নারী প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তি।

অন্য প্রার্থীদের প্রচার অব্যাহত থাকলেও নাহিদ সুলতানা তৃপ্তি জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছেন। প্রতিদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচারে অংশ নিচ্ছেন। গতকাল সোমবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে তাঁর পক্ষে প্রচারে অংশ নিতে দেখা গেছে। একই ইউনিয়নে তৃপ্তি ছাড়াও চেয়ারম্যান পদে আরও চারজন প্রার্থী আছে। তাঁরা হলেন সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহসভাপতি (বহিষ্কৃত) রবিউল ইসলাম রবি, বিএনপির মোজাহার হোসেন পিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম ও জাতীয় পার্টির প্রার্থী মুক্তার হোসেন মল্লিক।

নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, ‘নারীদের সম্মান শেখ হাসিনার কাছে আছে। নেত্রী যেহেতু আমার ওপর আস্থা রেখে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, সেহেতু আমি জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে আমার নেত্রী এবং দলের সে আস্থা ধরে রাখতে চাই।’

ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে তিনি বলেন, নারীদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে বিনা পয়সায় বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন, প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের ভাতার কার্ড দেওয়া হবে।

জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেকটি ইউনিয়নে নৌকা প্রতীকের জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। বর্তমান সরকারের অব্যাহত উন্নয়ন অবশ্যই জনগণ মূল্যায়ন করবে। একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তির জয়ও আমাদের কাছে বাড়তি গুরুত্ব বহন করে।

সান্তাহার ইউপিতেই প্রথমবারের মতো ইভিএমে ভোট হবে। এই ইউপিতে মোট ভোটার ২১ হাজার ৫৯৫ জন। নারী ভোটার ১০ হাজার ৭৪৮ জন ও পুরুষ ভোটার ১০ হাজার ৮৪৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত