Ajker Patrika

মণ্ডপ পরিদর্শনে মাশরাফি

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৩: ৩০
মণ্ডপ পরিদর্শনে মাশরাফি

দুর্গোৎসবে নতুন মাত্রা এনে দিলেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। তিনি নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের প্রথম দিন গত সোমবার রাতে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান।

মাশরাফির আকস্মিক আগমনে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে নতুন মাত্রা পায়। প্রিয় মানুষটির আসার খবরে হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই তাঁকে এক নজর দেখতে ছুটে আসেন। মাশরাফীকে নিজেদের মধ্যে পেয়ে ছেলেবুড়ো সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়েন। বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখার সময় মাশরাফী পূজার খুঁটিনাটি খোঁজ খবর নেন, কোনো সমস্যা আছে কি না তা জানতে চান।

প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেকে তাঁদের নানা সমস্যা তুলে ধরেন। মাশরাফী মনোযোগ দিয়ে সবার কথা শোনেন, আশ্বাসের সমাধানের দেন।

এ সময় মাশরাফী বিন মুর্তজা বলেন, নড়াইলে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা সবাই মিলেমিশে বসবাস করে যাবো।

এ ছাড়া সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান তিনি।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত