বুড়িচং, চান্দিনা ও ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
বুড়িচং ও চান্দিনায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত বুধবার পৃথক এ দুটি ঘটনায় তাঁরা প্রাণ হারান।
বুড়িচং: গত বুধবার রাত ৮টার দিকে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার ষোলনল ইউনিয়নে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কের গাজীপুর ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের লিটন মিয়ার ছেলে আরিফ আহমেদ (১৮) ও একই উপজেলার নগরপাড় গ্রামের শাহীন মিয়ার ছেলে নাঈমুর রহমান নয়ন (২০)।
নিহত নয়ন সাহেবাবাদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং আরিফুল ইসলাম ওই ইউনিয়নের বড়ভাঙ্গাইন্না ফৌজিয়া খসরু দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়াগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গাড়ির চাকায় পিষ্ট হন।
বুড়িচং উপজেলার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সরকার জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম বলেন, পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানের চালক ও সহযোগীকে আটক করা হয়েছে।
আটক চালকের নাম মোশারফ হোসেন চৌধুরী ও সহযোগীর নাম রাজন সরকার। তাঁরা জেলার দাউদকান্দি উপজেলার পুটিয়া বাশরা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা করা হয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর নিহতদের নিজ নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চান্দিনা: গত বুধবার বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার বেলাশহর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় তহিরুল ইসলাম তরুণ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
নিহত তহিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি চান্দিনায় বিভিন্ন কাঁচামালের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে চাপা দেয়। পরে মহাসড়কের পাশে থেমে থাকা একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী তরুণ নিহত হন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জিয়াউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বুড়িচং ও চান্দিনায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত বুধবার পৃথক এ দুটি ঘটনায় তাঁরা প্রাণ হারান।
বুড়িচং: গত বুধবার রাত ৮টার দিকে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার ষোলনল ইউনিয়নে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কের গাজীপুর ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের লিটন মিয়ার ছেলে আরিফ আহমেদ (১৮) ও একই উপজেলার নগরপাড় গ্রামের শাহীন মিয়ার ছেলে নাঈমুর রহমান নয়ন (২০)।
নিহত নয়ন সাহেবাবাদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং আরিফুল ইসলাম ওই ইউনিয়নের বড়ভাঙ্গাইন্না ফৌজিয়া খসরু দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়াগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গাড়ির চাকায় পিষ্ট হন।
বুড়িচং উপজেলার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সরকার জানান, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম বলেন, পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানের চালক ও সহযোগীকে আটক করা হয়েছে।
আটক চালকের নাম মোশারফ হোসেন চৌধুরী ও সহযোগীর নাম রাজন সরকার। তাঁরা জেলার দাউদকান্দি উপজেলার পুটিয়া বাশরা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা করা হয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর নিহতদের নিজ নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চান্দিনা: গত বুধবার বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার বেলাশহর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় তহিরুল ইসলাম তরুণ (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
নিহত তহিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি চান্দিনায় বিভিন্ন কাঁচামালের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে চাপা দেয়। পরে মহাসড়কের পাশে থেমে থাকা একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী তরুণ নিহত হন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জিয়াউল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪