Ajker Patrika

সুসজ্জিত গাড়িতে বিদায় নিলেন কনস্টেবল

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৮: ০৫
সুসজ্জিত গাড়িতে বিদায় নিলেন কনস্টেবল

কনস্টেবল শফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। গতকাল বুধবার তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

পরে সুসজ্জিত গাড়িতে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিদায়ী কনস্টেবল শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত ছিলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘বিদায়টা সবার জন্য কষ্টের। সহকর্মী ও প্রিয় কর্মস্থল ছেড়ে যাওয়ার সময় খুবই খারাপ লাগে। তবে এমন সম্মানজনক বিদায় পেয়ে আমি আনন্দিত।’

ব্রাহ্মণপাড়া থানার ওসি অপেল্লা রাজু নাহা বলেন, পুলিশ সদস্যদের অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করতে এ ব্যবস্থা করা হয়েছে। শফিকুল ইসলাম দীর্ঘদিন গাড়িতে চড়ে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। কর্মজীবনের শেষ দিন যেন সেই গাড়িতেই যেতে পারেন সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) নাজমুর হুদা, উপপরিদর্শক আনোয়ার হোসেন, শফিকুর ইসলাম, বেলাল হোসেন, জীবন কৃষ্ণ মজুমদার, সহকারী উপপরিদর্শক মীর সিরাজুল ইসলাম, কৃষ্ণ সরকার, নুরুল আমিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত