Ajker Patrika

বালুভর্তি ট্রাকে মিলল ভারতীয় প্রসাধনসামগ্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪: ৫৭
বালুভর্তি ট্রাকে মিলল ভারতীয় প্রসাধনসামগ্রী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে ভারতীয় প্রসাধন সামগ্রী ও চকলেটসহ আব্দুর রহমান (২১) নামে এক তরুণকে আটক করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে র‍্যাব ১৪ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক আব্দুর রহমান সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ডুপি গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা গত শনিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থান করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে বালু ভর্তি একটি ট্রাক আটকের পর তল্লাশি করা হয়। এ সময় বালুর ভেতর থেকে ২ হাজার ৬২৪টি ভারতীয় ইমামি তেল, ২ হাজার ৬২৮টি ব্যুরো প্লাস ক্রিম, ১ হাজার ২৯৬টি জনসন বডি লোশন, ৪ হাজার ২১৮টি জনসন ক্রিম, ১ হাজার ৪৪৯টি কিটকেট চকলেট, ২৩১টি ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, আব্দুর রহমান দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত