Ajker Patrika

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০, গ্রেপ্তার ২

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৬: ১৭
জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকার গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন কেফায়েত উল্লাহ গ্রুপের বয়তুল্লাহ (৫৫) ও মুক্তার হোসেন ভূঁইয়া (৩৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকার গ্রামে এলাজউদ্দীন গ্রুপের সঙ্গে কেফায়েত উল্লাহ গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি হয়।

এতে উভয় পক্ষের আহত হয়েছে অন্তত ১০ জন। তবে মারাত্মকভাবে কেউ আহত হয়নি। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে মারামারি থেমে যায়। ঘটনাস্থল থেকে দেশি অস্ত্রসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

সরাইল থানাধীন অরুয়াইল বিটের কর্মকর্তা (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করি। কেউ আহত হয়েছে কিনা বলতে পারব না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত