Ajker Patrika

পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক আশা ভালো ফলনের

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪: ৩৭
পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক  আশা ভালো ফলনের

পুঠিয়ায় এবারও রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ হচ্ছে। কৃষি অফিস বলছে, চাষিরা সময়মতো খেতের পরিচর্যা করতে পারলে ও অনুকূল আবহাওয়া থাকলে এবার পেঁয়াজের বাম্পার ফলন হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় ৪ হাজার ২০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হচ্ছে। এর মধ্যে ৮০০ হেক্টর জমিতে ডেমনা পেঁয়াজের চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া ও রোগ প্রতিরোধ করতে পারলে প্রায় ৯০ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হতে পারে বলে আশা করা যাচ্ছে। অপরদিকে, গত বছর এই উপজেলায় মোট ৩ হাজার ৮০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় প্রায় ৬৯ হাজার ৮০০ মেট্রিক টন। গত বছরের তুলনায় এ বছর প্রায় ৪০০ হেক্টর বেশি জমিতে পেঁয়াজ রোপণ করা হচ্ছে।

গত শুক্রবার উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কয়েক বছর আগেও বিলের নিচু জমিতে দীর্ঘদিন জলাবদ্ধতা থাকত। তবে গত বছর একাধিক নালা কেটে দেওয়ায় পানি যথা সময়ে নেমে গেছে। চলতি বছর ওই জমিতে পেঁয়াজের চাষ হচ্ছে। ইতিমধ্যে অধিকাংশ জমিতে পেঁয়াজের চারা রোপণ করা হয়ে গেছে। বাকি জমিগুলোও প্রস্তুত করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে রোপণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন চাষিরা।

ভালুকগাছি এলাকার ইব্রাহিম হোসেন বলেন, বিলের নিচু জমিতে পেঁয়াজ চাষ করলে ফলন খুবই ভালো হয়। দাম ভালো পাওয়ায় পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে।

শফিকুল ইসলাম নামে অপর একজন চাষি বলেন, ‘গত দুই বছর থেকে পেঁয়াজের দাম খুবই ভালো পেয়েছি। গত বছরের তুলনায় এবার ডিজেল, সার, বীজ ও শ্রমিকের মজুরি অনেক বেশি। এবার উৎপাদন খরচও হবে প্রায় দ্বিগুণ।’

উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূঁইয়া বলেন, ‘পেঁয়াজ চাষিদের সার্বক্ষণিক বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। বাজারে পেঁয়াজের দাম ভালো পাচ্ছেন চাষিরা। যার কারণে বিগত বছরের তুলনায় এ বছর অনেক বেশি জমিতে পেঁয়াজ রোপণ করা হচ্ছে। সঠিক নিয়মে খেতের পরিচর্যা করতে পারলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত