Ajker Patrika

এক বছরেও চালু হয়নি দ্বিতীয় পিসিআর মেশিন

আনিসুল হক জুয়েল, দিনাজপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২২
এক বছরেও চালু হয়নি দ্বিতীয় পিসিআর মেশিন

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের একটিমাত্র পিসি আর মেশিনে কয়েক জেলার করোনার নমুনা পরীক্ষা করা হয়। আরেকটি মেশিন থাকলেও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় এটি চালু করা হয়নি। যেকোনো সময় বন্ধ হতে পারে চালু থাকা মেশিন। আর এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন জানান, দ্বিতীয় ল্যাবের পিসি আর মেশিনটি হস্তান্তর হলেও এর সঙ্গে প্রয়োজনীয় খুচরা সরঞ্জামাদি এখনো আমরা হাতে পাইনি। আর এ মেশিনটি ইউনিসেফের সহায়তায় স্থাপিত হওয়ায় এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু করা সম্ভব হচ্ছে না। তবে, আমরা স্বাস্থ্য বিভাগের কাছে চলমান পিসি আর মেশিনের মতো ছোট আরও একটি পিসিআর মেশিন চেয়েছি।

জানা যায়, দিনাজপুরে আবারও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সময়ের সঙ্গে স্বাস্থ্যসচেতনতা বাড়ায় এবং ভীতি কমায় আগের তুলনায় বেশি মানুষ করোনা পরীক্ষা করাচ্ছেন। ফলে, বেড়েছে শনাক্তের হারও।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের বুথে দেখা যায়, সকাল থেকেই মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নমুনা দিচ্ছেন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শুধুমাত্র দিনাজপুরেই সংগ্রহ করা হয়েছে ১৪৫টি নমুনা। এর পাশাপাশি ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর নমুনা সংগ্রহ করে চার জেলার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এ মেডিকেলের আরটিপিসিআর ল্যাবে। শুক্রবার ছুটির দিন এমনকি ঈদের দিনও ল্যাব চালু রেখে মানুষকে সেবা দেওয়া হচ্ছে; কিন্তু দুই বছর ধরে বিরতিহীনভাবে চলমান থাকা পিসি আর মেশিনটি যে কোনো সময় কোনো সমস্যা দেখা দিলে বন্ধ হয়ে যেতে পারে করোনার পরীক্ষা। অপরদিকে, দ্বিতীয় ল্যাবটি চালু করার কথা থাকলেও দীর্ঘ এক বছরেও তা চালু হয়নি। বর্তমানে মেডিকেল কলেজের ল্যাবে ৭ শতাধিক নমুনা পরীক্ষার জন্য অপেক্ষমাণ রয়েছে বলে জানা গেছে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ও কোভিড-১৯ আরটি-পিসিআর ল্যাবের ফোকালপার্সন প্রফেসর ডা. যোগেন্দ্র নাথ সরকার আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে একটি পিসি আর ল্যাব চালু আছে। সর্বোচ্চ তিন বার পরীক্ষা করা সম্ভব হলেও সাবধানতার জন্য দিনে দুইবারের বেশি পরীক্ষা করা হয় না। বেশি চাপ দিলে মেশিনে সমস্যা দেখা দিতে পারে সে ক্ষেত্রে নমুনা পরীক্ষা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।

দিনাজপুর সিভিল সার্জন এএইচএম বোরহানুল ইসলাম সিদ্দিকী বলেন, করোনা মোকাবিলায় দ্রুততম সময়ের মধ্যে নমুনা পরীক্ষার ফলাফল দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্যা মোকাবিলায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসি আর ল্যাব কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় সাপেক্ষে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত